Ajker Patrika

নির্ঘুম রাত কাটবে সুমনের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২১: ৫০
নির্ঘুম রাত কাটবে সুমনের

নিউজিল্যান্ডে সুখস্মৃতির চেয়ে দুঃসহ স্মৃতিই বেশি বাংলাদেশের। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ হারের তিক্ততা সঙ্গী হয়েছে। তবে এবার নিজেদের পুরোনো গল্পটা নতুন করে লেখার সুযোগ বাংলাদেশের সামনে। দলের এমন অবস্থায় রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে নির্বাচক হাবিবুল বাসার সুমনকেও।

নিউজিল্যান্ডে এমন সময়ে খেলা শুরু হয়, বাংলাদেশে তখনো ভোরের সূর্য উঠতে প্রায় এক ঘণ্টা দেরি। খেলা দেখতে হলে তাই রাতের ঘুম বিসর্জন দিতে হবে। কিন্তু হাবিবুল জানালেন  আজ সারা রাতই তাঁর ঘুম হবে না। সাবেক এই অধিনায়ক বললেন, ‘গত কয়েক দিন ধরে ঘুমটা কম হচ্ছে, সকালে উঠতে হয়। একটু আগে ঘুমিয়ে সকালে উঠি, কিন্তু আজকে মনে হয় না ঘুমটা হবে। আমরা সবাই জানি যে এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে কোনো কিছুই হতে পারে। উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু মনের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন আছে, দেখা যাক কি হয়।’

এখন পর্যন্ত বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি হাবিবুল। সাবেক এই অধিনায়কের মনের মধ্যে একটা স্বপ্ন উঁকি দিচ্ছে ঠিকই, তবুও বলছেন ম্যাচের যেকোনো ফলই তিনি মেনে নেবেন। একই সঙ্গে লিটন-ইবাদতদের প্রশংসায় ভাসিয়েছেন, ‘যে ফলই হোক আমি মেনে নেব। আমার মনে হয় ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে। উপমহাদেশের দল সম্প্রতি নিউজিল্যান্ডে এত ভালো ক্রিকেট খেলেনি। সত্যি কথা বলতে এই ম্যাচে হার-জিত কিংবা ড্র হোক আমি মেনে নেব। ছেলেরা কৃতিত্ব পাওয়ার যোগ্য।’

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম তিন দিন ব্যাটে বলে দারুণ খেলেছে বাংলাদেশ। আজ চতুর্থ দিনও নিজেদের করে নিয়েছে মুমিনুল হকের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানে ৫ উইকেট হারানো কিউইরা এগিয়ে আছে ১৭ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত