Ajker Patrika

বিশ্বকাপ ফাইনালে স্ত্রীর বিশ্বরেকর্ড, দাঁড়িয়ে অভিবাদন জানালেন স্বামী

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২: ২৮
বিশ্বকাপ ফাইনালে স্ত্রীর বিশ্বরেকর্ড, দাঁড়িয়ে অভিবাদন জানালেন স্বামী

নারী বিশ্বকাপের ফাইনালে একাই সব আলো কেড়ে নিলেন অ্যালিসা হিলি। খেলেছেন ১৩৮ বলে ১৭০ রানের বিস্ফোরক এক ইনিংস।  এই ইনিংস খেলার পথে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টকে ছাপিয়ে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন হিলি। 

স্ত্রীর এমন কীর্তি গ্যলারিতে বসে দেখেছেন মিচেল স্টার্ক। হিলির ব্যাটিংয়ে  মুগ্ধ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন প্রিয়তাকে। হ্যামিলটনে নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন হিলি।

সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রান করে দলকে জিতিয়েছিলেন বড় ব্যবধানে। ফাইনালে এবার শুরুটা করলেন সেমিফাইনালে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই। র‌্যাচেল হেইন্সের সঙ্গে জুটি বেঁধে স্রেফ কচুকাটা করেন ইংলিশ বোলারদের। হেইন্স কিছুটা দেখেশুনে খেললেও শুরু থেকেই তাণ্ডব চালিয়েছেন হিলি। উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ১৬০ রান। এরপর ব্যক্তিগত ৬৮ রানে হেইন্স ফিরলে বেথ মুনিকে নিয়ে আবার শুরু করেন হিলি। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫৬ রান।  দলীয় ৩১৬ রানে আউট হন হিলি। তখনো ইনিংস শেষ হতে ২৭ বল বাকি। যেভাবে রান আসছিল, শেষ পর্যন্ত হিলি উইকেটে হয়তো ডাবল সেঞ্চুরিই করে ফেলতেন!  

 ততক্ষণে গড়ে ফেলেছেন একাধিক রেকর্ড । প্রথম ব্যাটার হিসেবে নারী ও পুরুষ মিলিয়ে একই ৫০ ওভারের বিশ্বকাপের নকআউটে দুটি সেঞ্চুরি । রিকি পন্টিং এবং মাহেলা জয়াবর্ধনে দুটি শতরান হাঁকালেও আলাদা বিশ্বকাপের নকআউটে সেই কীর্তি তারা গড়েছিলেন। একই সঙ্গে যেকোনো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার। আগে যে রেকর্ড ছিল আরেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে।

হিলির ১৭০ রানের সুবাদে আগে ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৫৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া।  রানের পাহাড় তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত