Ajker Patrika

তামিমের জন্য ‘দুটি পথ’ বললেন নতুন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৯: ৪৫
তামিমের জন্য ‘দুটি পথ’ বললেন নতুন বিসিবি সভাপতি

তামিম ইকবাল জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন প্রায় এক বছর আগে। কবে আবার তাঁর মাঠে ফেরা হবে, নিশ্চিত করে বলার সুযোগও নেই। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্ক যে ভালো অবস্থায় নেই, সেটিও অনেকটা দৃশ্যমান।

গুঞ্জন রয়েছে হাথুরুর অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না তামিম। বোর্ড পরিচালকদের সঙ্গে একাধিকবার তাঁর আলোচনা হলেও কোনো সুখবর মেলেনি। তবে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের চাওয়া আরও কয়েক বছর ২২ গজে থাকুক এই বাঁহাতি ব্যাটার। না হয়, বোর্ডের কোনো দায়িত্ব নিয়ে ফিরুক তামিম।

বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আজ কথা বলেছেন ফারুক। তামিম প্রসঙ্গে সভাপতি হিসেবে তাঁর প্রত্যাশার ব্যাপারে সংবাদমাধ্যমকে বললেন, ‘ওর খেলতে হলে কী করতে হবে, সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে। আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।’

তামিমের কোমরের অংশে গুরুতর চোটের একটা ইস্যু রয়েছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁর না খেলার বড় কারণ ছিল ফিটনেস। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তামিমের জন্য খেলা কিছুটা কঠিন হতে পারে। ফারুক বললেন ওয়ানডে সংস্করণই তাঁর জন্য আদর্শ, ‘আমার মনে হয়, ৫০ ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কি না, আমি জানি না। সেটা তামিমই ভালো বলতে পারবে।’

ফারুক অবশ্য তামিমের ওপর সবকিছু ছেড়ে দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার নিজে কী ভাবছেন, সেটি বেশি গুরুত্বপূর্ণ। নতুন বোর্ড সভাপতি বললেন, ‘তামিম কী চিন্তা করছে, সেটা গুরুত্বপূর্ণ। আগে তার সঙ্গে কথা বলা দরকার।’

যদি খেলায় না ফেরে তামিমের ব্যাপারে ফারুকের আরেকটি পরামর্শ, ‘সে আমাদের একজন সাবেক অধিনায়ক, তার মানে তাঁর মধ্যে নেতৃত্বগুণ আছে। খেলতে না পারলে ও যদি বোর্ডে সম্পৃক্ত হতে চায়, আমি খুবই খুশি হব। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার ধারণা ও অনেক ভালো কিছু করতে পারবে। ওর সঙ্গে কথা বলে দেখি, ওর পরিকল্পনাটা কী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত