নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
নিজ এলাকা খুলনার স্থানীয় ক্রিকেটের বেহাল দশা নিয়ে সামাজিক মাধ্যমে গত রাতে এক পোস্ট দিয়েছেন সোহান। বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য ভয়ংকর পরিণতির কথা উল্লেখ করেছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ৩১ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন,‘বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেওয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এই সব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। স্বার্থান্বেষী এই সব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণেরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উঠে এসেছেন নড়াইল থেকে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়ি খুলনা বিভাগের মাগুরা জেলায়। এই খুলনা বিভাগের সাতক্ষীরার দুই ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সিতে খেলছেন এক দশক ধরে। তবে স্থানীয় ‘সিন্ডিকেট’-এর কারণে বর্তমানে খুলনার স্থানীয় ক্রিকেট বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি সোহানের। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসত। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার স্থানীয় ক্রিকেটাররা। প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লিগ হচ্ছে না। যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের স্থানীয় ক্রিকেটাররা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে মিরপুরে বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালায়। অভিযানে বিসিবির কোটি কোটি টাকার গরমিল খুঁজে পেয়েছে দুদক। এই অভিযান নিয়ে গত পরশু সকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বোর্ড প্রতিনিধি হিসেবে দুদককে সর্বাত্মক সহযোগিতা তাঁরা করবেন।
আরও খবর পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
নিজ এলাকা খুলনার স্থানীয় ক্রিকেটের বেহাল দশা নিয়ে সামাজিক মাধ্যমে গত রাতে এক পোস্ট দিয়েছেন সোহান। বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য ভয়ংকর পরিণতির কথা উল্লেখ করেছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ৩১ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন,‘বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেওয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এই সব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। স্বার্থান্বেষী এই সব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণেরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উঠে এসেছেন নড়াইল থেকে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়ি খুলনা বিভাগের মাগুরা জেলায়। এই খুলনা বিভাগের সাতক্ষীরার দুই ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সিতে খেলছেন এক দশক ধরে। তবে স্থানীয় ‘সিন্ডিকেট’-এর কারণে বর্তমানে খুলনার স্থানীয় ক্রিকেট বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি সোহানের। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসত। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার স্থানীয় ক্রিকেটাররা। প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লিগ হচ্ছে না। যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের স্থানীয় ক্রিকেটাররা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে মিরপুরে বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালায়। অভিযানে বিসিবির কোটি কোটি টাকার গরমিল খুঁজে পেয়েছে দুদক। এই অভিযান নিয়ে গত পরশু সকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বোর্ড প্রতিনিধি হিসেবে দুদককে সর্বাত্মক সহযোগিতা তাঁরা করবেন।
আরও খবর পড়ুন:
বেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩২ মিনিট আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
১ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
৩ ঘণ্টা আগে