নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম আফ্রো টি-১০ লিগ খেলতে মুশফিকুর রহিম আছেন জিম্বাবুয়েতে। দেশে তাঁর সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে চলছে জোর আলোচনা। কারণও স্পষ্ট, এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে বিসিবি যে কন্ডিশনিং করবে, সেই ক্যাম্পের দলে মাহমুদউল্লাহকে রাখা হবে কি না। এর সঙ্গে এই অলরাউন্ডার শেষ পর্যন্ত এশিয়া কাপ ও বিশ্বকাপের মূল দলে সুযোগ পাবেন কি না, এসব নিয়েই আলোচনা চলছে।
এই আলোচনার ভিড়ে আজ সন্ধ্যায় হঠাৎই মাহমুদউল্লাহকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মুশফিক। বাংলাদেশ থেকে এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে থাকলেও মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনটি ভোলেননি মুশফিক। ২০০৭ সালের ২৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর।
সে হিসেবে আজ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার পদার্পণ করেছেন ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ। বয়সের ভারে অনেক কিছুই এখন তাঁর বিপক্ষে। সর্বশেষ বাংলাদেশের হয়ে এই বছরের মার্চে খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে সতীর্থ হিসেবে পেয়েছেন মুশফিককে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬ বছর পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহকে উদ্দেশ্য করে মুশফিক লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্তিতে অভিনন্দন রিয়াদ ভাই। আপনার সমস্ত অর্জনে খুব গর্বিত এবং আমি প্রার্থনা করি সামনে আরও অনেক কিছু আছে ইনশা আল্লাহ!’ দুজনের একটি ছবি পোস্ট করেই মূলত ক্যাপশনে এটি লিখেছেন মুশফিক।
অসংখ্য ভক্ত মাহমুদউল্লাহকে মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ওয়েলকাম ব্যাক মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন কি না, সে ব্যাপারটি স্পষ্ট নন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। কদিন আগে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজের দলে যেহেতু ছিলেন না মাহমুদউল্লাহ। সে হিসেবে একটা অনিশ্চয়তার ব্যাপার থেকেই যায়।
১৬ বছরে ক্যারিয়ারে ৫০ টেস্টের ৯৪ ইনিংসে ২৯১৪,২১৮ ওয়ানডের ১৯০ ইনিংসে ৫৯৫০ ও ১২১ টি-টোয়েন্টির ১১৩ ইনিংসে ২১২২ রান করেছেন মাহমুদউল্লাহ।
জিম আফ্রো টি-১০ লিগ খেলতে মুশফিকুর রহিম আছেন জিম্বাবুয়েতে। দেশে তাঁর সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে চলছে জোর আলোচনা। কারণও স্পষ্ট, এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে বিসিবি যে কন্ডিশনিং করবে, সেই ক্যাম্পের দলে মাহমুদউল্লাহকে রাখা হবে কি না। এর সঙ্গে এই অলরাউন্ডার শেষ পর্যন্ত এশিয়া কাপ ও বিশ্বকাপের মূল দলে সুযোগ পাবেন কি না, এসব নিয়েই আলোচনা চলছে।
এই আলোচনার ভিড়ে আজ সন্ধ্যায় হঠাৎই মাহমুদউল্লাহকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মুশফিক। বাংলাদেশ থেকে এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে থাকলেও মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনটি ভোলেননি মুশফিক। ২০০৭ সালের ২৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর।
সে হিসেবে আজ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার পদার্পণ করেছেন ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ। বয়সের ভারে অনেক কিছুই এখন তাঁর বিপক্ষে। সর্বশেষ বাংলাদেশের হয়ে এই বছরের মার্চে খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে সতীর্থ হিসেবে পেয়েছেন মুশফিককে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬ বছর পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহকে উদ্দেশ্য করে মুশফিক লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্তিতে অভিনন্দন রিয়াদ ভাই। আপনার সমস্ত অর্জনে খুব গর্বিত এবং আমি প্রার্থনা করি সামনে আরও অনেক কিছু আছে ইনশা আল্লাহ!’ দুজনের একটি ছবি পোস্ট করেই মূলত ক্যাপশনে এটি লিখেছেন মুশফিক।
অসংখ্য ভক্ত মাহমুদউল্লাহকে মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ওয়েলকাম ব্যাক মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন কি না, সে ব্যাপারটি স্পষ্ট নন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। কদিন আগে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজের দলে যেহেতু ছিলেন না মাহমুদউল্লাহ। সে হিসেবে একটা অনিশ্চয়তার ব্যাপার থেকেই যায়।
১৬ বছরে ক্যারিয়ারে ৫০ টেস্টের ৯৪ ইনিংসে ২৯১৪,২১৮ ওয়ানডের ১৯০ ইনিংসে ৫৯৫০ ও ১২১ টি-টোয়েন্টির ১১৩ ইনিংসে ২১২২ রান করেছেন মাহমুদউল্লাহ।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১২ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৩ ঘণ্টা আগে