Ajker Patrika

বাংলাদেশে কবে আসবে চ্যাম্পিয়নস ট্রফি জানাল আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি প্রকাশ করেছে আইসিসি। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি প্রকাশ করেছে আইসিসি। ছবি: সংগৃহীত

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি আজ জানাল কবে, কোথায়, কখন চ্যাম্পিয়নস ট্রফি ভ্রমণ করবে। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই শুরু হয়েছে ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে চার দিন (২২ থেকে ২৫ নভেম্বর) থাকবে করাচিতে। তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে যাবে ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে থাকবে ট্রফিটি। বাংলাদেশে আসার আগে ট্রফি থাকবে ‘বিশ্রামে’। ১০ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি।

বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে চ্যাম্পিয়নস ট্রফি। আফ্রিকার দেশটিতে থাকবে ৮ দিন (১৫ থেকে ২২ ডিসেম্বর)। তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে আবার ফিরবে এশিয়ায়। ভ্রমণের সময় সবচেয়ে বেশি ১২ দিন ভারতে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি (১৫ থেকে ২৬ জানুয়ারি)। পাকিস্তানে ইভেন্ট শুরু হবে ২৭ জানুয়ারি। চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি ঘোষণার সময় আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অনুরাগ দাহিয়া বলেন, ‘আইসিসি ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ট্রফির সফর ঘোষণা করেছিল। বিশ্বব্যাপী ভক্ত-সমর্থকেরা ঠাসা এই সূচি উপভোগ করতে পারবেন।’

ভারতীয় ক্রিকেট দল সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফর করেছে। বরাবরের মতো এবারও নিরাপত্তার অজুহাত দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে পারবে না বলে আইসিসিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত কেন পাকিস্তানে আসতে পারবে না, সেটা জানতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আনুষ্ঠানিকভাবে সূচি আইসিসি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ সূচি ফাঁস হয়েছে কয়েক মাস আগে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা টুর্নামেন্টটি।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সফর সূচি

১৬ নভেম্বর-ইসলামাবাদ, পাকিস্তান

১৭ নভেম্বর-তক্ষশীলা ও খানপুর, পাকিস্তান

১৮ নভেম্বর-অ্যাবোটাবাদ, পাকিস্তান

১৯ নভেম্বর-মুড়ি, পাকিস্তান

২০ নভেম্বর-নাথিয়া গালি, পাকিস্তান

২২ থেকে ২৫ নভেম্বর-করাচি, পাকিস্তান

২৬ থেকে ২৮ নভেম্বর-আফগানিস্তান

১০ থেকে ১৩ ডিসেম্বর-বাংলাদেশ

১৫ থেকে ২২ ডিসেম্বর-দক্ষিণ আফ্রিকা

২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি-অস্ট্রেলিয়া

৬ থেকে ১১ জানুয়ারি-নিউজিল্যান্ড

১২ থেকে ১৪ জানুয়ারি-ইংল্যান্ড

১৫ থেকে ২৬ জানুয়ারি-ভারত

২৭ জানুয়ারি-পাকিস্তানে ইভেন্ট শুরু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত