ক্রীড়া ডেস্ক
চার বছর পর জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। তবে মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যায় ৮ উইকেটে। ম্যাচ হারের পর কৃতিত্ব জিম্বাবুয়েকে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ টি-টোয়েন্টিতে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৫৭ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে করে ১
উইকেটে ৬২ রান। রিকোয়ার্ড রেট ১০ এর কাছাকাছি থাকলেও সফরকারীরা ম্যাচ শেষ করেছে ৯ বল হাতে রেখে। ম্যাচসেরা বেনেট করেছেন ৪৯ বলে ৭০ রান। পুরো সিরিজে রানের জন্য ধুকতে থাকা সিকান্দার রাজা করেছেন ৭২ রান। উইকেটে থিতু হওয়ার পর বিধ্বংসী হয়েছেন রাজা। ১৮ তম ওভার বোলিংয়ে আসা মোহাম্মদ সাইফউদ্দিনকে দুই ছক্কা ও এক চার মেরেছেন রাজা। ফিল্ডিংয়েও বাংলাদেশের পিচ্ছিল হাত দেখা গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যেই রানটা করেছিলাম, এই উইকেটের জন্য যথেষ্ট ছিল। তবে আমরা বোলিংটা ভালো করিনি। ফিল্ডিংয়েও একটু ঢিলেমি দিয়েছি কিছু জায়গায়। জিনিসগুলো হলো যে রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করল, দুই ব্যাটার খুব ভালো ব্যাটিং করেছে। কোনো সুযোগই দেয়নি। এই কৃতিত্ব তাদের দিতেই হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এই জয়ও বাংলাদেশের এসেছে অনেক কষ্টে। জিম্বাবুয়ের বিপক্ষে
তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছে ৯ ও ৫ রানে। যেখানে গত পরশু মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪২ রানে ১০ উইকেট হারিয়েছে। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানে হারিয়েছে ৩ উইকেট। সতীর্থদের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা এটা বলব যে আমরা যে যে এক্সপেরিমেন্ট পরীক্ষাগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে আমরা কাছাকাছি গিয়ে ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো শুরু এনে দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে।’
আরও পড়ুন:
চার বছর পর জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। তবে মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যায় ৮ উইকেটে। ম্যাচ হারের পর কৃতিত্ব জিম্বাবুয়েকে দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ টি-টোয়েন্টিতে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৫৭ রান করে। রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে করে ১
উইকেটে ৬২ রান। রিকোয়ার্ড রেট ১০ এর কাছাকাছি থাকলেও সফরকারীরা ম্যাচ শেষ করেছে ৯ বল হাতে রেখে। ম্যাচসেরা বেনেট করেছেন ৪৯ বলে ৭০ রান। পুরো সিরিজে রানের জন্য ধুকতে থাকা সিকান্দার রাজা করেছেন ৭২ রান। উইকেটে থিতু হওয়ার পর বিধ্বংসী হয়েছেন রাজা। ১৮ তম ওভার বোলিংয়ে আসা মোহাম্মদ সাইফউদ্দিনকে দুই ছক্কা ও এক চার মেরেছেন রাজা। ফিল্ডিংয়েও বাংলাদেশের পিচ্ছিল হাত দেখা গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যেই রানটা করেছিলাম, এই উইকেটের জন্য যথেষ্ট ছিল। তবে আমরা বোলিংটা ভালো করিনি। ফিল্ডিংয়েও একটু ঢিলেমি দিয়েছি কিছু জায়গায়। জিনিসগুলো হলো যে রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করল, দুই ব্যাটার খুব ভালো ব্যাটিং করেছে। কোনো সুযোগই দেয়নি। এই কৃতিত্ব তাদের দিতেই হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে এই জয়ও বাংলাদেশের এসেছে অনেক কষ্টে। জিম্বাবুয়ের বিপক্ষে
তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছে ৯ ও ৫ রানে। যেখানে গত পরশু মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪২ রানে ১০ উইকেট হারিয়েছে। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানে হারিয়েছে ৩ উইকেট। সতীর্থদের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা এটা বলব যে আমরা যে যে এক্সপেরিমেন্ট পরীক্ষাগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে আমরা কাছাকাছি গিয়ে ম্যাচ জিতেছি। টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো শুরু এনে দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে।’
আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে