রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ এখনো কাটেনি। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর ইমরান খান, শহীদ আফ্রিদিসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সমালোচনা শুরু করেন। ইউনিস খানের মতে পাকিস্তান বেশি চাপ নিয়ে খেলছে।
দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ১ উইকেটে থেকে রোববার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। যতই ৯৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরুক, রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে দিনটা কোনোরকমে কাটাতে পারলেই ম্যাচটা ড্র হতো। কিন্তু বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১০ উইকেটের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। রাওয়ালপিন্ডিতে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে ইউনিস গতকাল বলেন, ‘ঘরের মাঠে খেলার একটা চাপ থাকে। যদি খেলোয়াড়েরা সেই চাপ সামলাতেই না পারে, তাহলে কী লাভ? খেলোয়াড়দের মনোবল বাড়ানো খুবই প্রয়োজন। পিচ দ্রুতগতির নাকি ধীরগতির ছিল, সেটা সবাই দেখেছে।’
২০২২ এর জানুয়ারি থেকে ঘরের মাঠে পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ৯ টেস্ট। তবে কোনো টেস্ট জিততে পারেনি। ৫ টেস্ট হেরেছে এবং ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। ইউনিস তখন পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন। যেখানে ২০০৯ এর পর দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত। পাকিস্তান তখন বেশিরভাগ হোম সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। অনেক স্মরণীয় জয়ও এসেছিল পাকিস্তানের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যখন দেশে হচ্ছিল না, তখন আমরা ম্যাচ জিতেছি।’
আইসিসির চেয়ারম্যান হিসেবে পরশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইউনিসের আশা এবার পাকিস্তানে আসবে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। জয় শাহকে অভিনন্দন জানিয়ে ইউনিস বলেন,‘জয় শাহর আইসিসি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্রিকেটের উন্নতি হবে তাতে । খেলোয়াড়সুলভ মানসিকতা দেখাতে হবে। আইসিসি প্রধান হিসেবে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন পাকিস্তানে আসতে হবে ভারতীয় ক্রিকেট দলের। একইভাবে ভারত সফর করবে পাকিস্তান।’
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের কেন ‘মাথা খারাপ’
বাংলাদেশের জয়ের পর গুরুতর প্রশ্ন তুললেন আফ্রিদি
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ এখনো কাটেনি। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর ইমরান খান, শহীদ আফ্রিদিসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সমালোচনা শুরু করেন। ইউনিস খানের মতে পাকিস্তান বেশি চাপ নিয়ে খেলছে।
দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ১ উইকেটে থেকে রোববার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। যতই ৯৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরুক, রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে দিনটা কোনোরকমে কাটাতে পারলেই ম্যাচটা ড্র হতো। কিন্তু বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১০ উইকেটের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। রাওয়ালপিন্ডিতে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে ইউনিস গতকাল বলেন, ‘ঘরের মাঠে খেলার একটা চাপ থাকে। যদি খেলোয়াড়েরা সেই চাপ সামলাতেই না পারে, তাহলে কী লাভ? খেলোয়াড়দের মনোবল বাড়ানো খুবই প্রয়োজন। পিচ দ্রুতগতির নাকি ধীরগতির ছিল, সেটা সবাই দেখেছে।’
২০২২ এর জানুয়ারি থেকে ঘরের মাঠে পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ৯ টেস্ট। তবে কোনো টেস্ট জিততে পারেনি। ৫ টেস্ট হেরেছে এবং ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। ইউনিস তখন পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন। যেখানে ২০০৯ এর পর দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত। পাকিস্তান তখন বেশিরভাগ হোম সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। অনেক স্মরণীয় জয়ও এসেছিল পাকিস্তানের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যখন দেশে হচ্ছিল না, তখন আমরা ম্যাচ জিতেছি।’
আইসিসির চেয়ারম্যান হিসেবে পরশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইউনিসের আশা এবার পাকিস্তানে আসবে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। জয় শাহকে অভিনন্দন জানিয়ে ইউনিস বলেন,‘জয় শাহর আইসিসি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্রিকেটের উন্নতি হবে তাতে । খেলোয়াড়সুলভ মানসিকতা দেখাতে হবে। আইসিসি প্রধান হিসেবে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন পাকিস্তানে আসতে হবে ভারতীয় ক্রিকেট দলের। একইভাবে ভারত সফর করবে পাকিস্তান।’
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের কেন ‘মাথা খারাপ’
বাংলাদেশের জয়ের পর গুরুতর প্রশ্ন তুললেন আফ্রিদি
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৩ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৪ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪ ঘণ্টা আগে