Ajker Patrika

নির্বাচনের দাবি বিশ্ব আর্চারির, স্বীকৃতি পাচ্ছে না অ্যাডহক কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের দাবি বিশ্ব আর্চারির, স্বীকৃতি পাচ্ছে না অ্যাডহক কমিটি। ছবি: সংগৃহীত
নির্বাচনের দাবি বিশ্ব আর্চারির, স্বীকৃতি পাচ্ছে না অ্যাডহক কমিটি। ছবি: সংগৃহীত

আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হলে কমিটিকে স্বীকৃতি দেওয়া যাবে না। এ ছাড়া নির্বাচন আয়োজনের পরবর্তী পদক্ষেপও জানাতে বলা হয়েছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই চিঠির জবাব দেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আজকের পত্রিকাকে তানভীর বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা এর জবাব দেব। নির্বাচন করার জন্য তো আমাদের কাউন্সিলর ও ভোটার থাকতে হবে। তাদের অনেকেই এখন পলাতক।’

এ বছর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড আর্চারির এশিয়ান কংগ্রেস হওয়ার কথা রয়েছে। এ জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রস্তুত কি না তা জানতে চেয়েছে বিশ্ব আর্চারি।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় আর্চারি ফেডারেশনের কমিটি। গত ২৭ মার্চ কাজী রাজীব উদ্দিন চপলকে সাধারণ সম্পাদক বানিয়ে অ্যাডহক কমিটি দেওয়া হয়। কিন্তু দুই দিন পর সমালোচনার মুখে কমিটিতে সংশোধন আনে ক্রীড়া পরিষদ। নতুন সাধারণ সম্পাদক হন তানভীর।

নতুন কমিটির কথা জানিয়ে ১২ এপ্রিল বিশ্ব আর্চারিকে চিঠি পাঠায় ফেডারেশন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের অনুলিপি চেয়েছে বিশ্ব আর্চারি। আগামী ৬-১১ মে চীনের সাংহাইয়ে হবে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বিশ্বকাপে অংশ নিতে আগামী রোববার চীনে যাবেন বাংলাদেশের আর্চাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন

অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র

দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’

জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের যে প্রস্তাব দিলেন সালাহউদ্দিন

রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের জয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত