কদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। এই সিরিজটি নিয়ে অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেকদের তোপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। ভারতের দ্বিতীয় সারির দল হলেও এই সিরিজ থেকে মোটা অঙ্কের লভ্যাংশই পেয়েছে এসএলসি।
তিন ম্যাচের এই সিরিজ থেকে ১৪.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০) আয় করেছে এসএলসি। কলম্বো ভিত্তিক ইংরেজি দৈনিক ‘ডেইলি এফটিকে’ বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। টি-টোয়েন্টি সিরিজের আগে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর পেছনে খেলোয়াড়দের কর্তৃত্ব দিতে ভোলেননি ডি সিলভা।
ভারতের এই সফরে প্রথমে শুধুই তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এসএলসির সম্মতিতে তিনটি টি-টোয়েন্টি যোগ করা হয়। করোনার এই কঠিন সময়ে সফর করে যাওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ডি সিলভা।
বিসিসিআইয়ের আন্তরিকতা ছাড়া সফরটা সফলভাবে শেষ কঠিন হতো বলে জানান ডি সিলভা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই সচিব আরও বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে বাড়তি তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়। টি-টোয়েন্টি যোগ করার লক্ষ্য ছিল যাতে আর্থিকভাবে শ্রীলঙ্কান বোর্ড লাভবান হতে পারে। বিসিসিআই আমাদের প্রস্তাবে না করেনি। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব মিলিয়ে এই সিরিজ থেকে আয় হয়েছে ১৪.৫ মিলিয়ন ডলার।’
কদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। এই সিরিজটি নিয়ে অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেকদের তোপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। ভারতের দ্বিতীয় সারির দল হলেও এই সিরিজ থেকে মোটা অঙ্কের লভ্যাংশই পেয়েছে এসএলসি।
তিন ম্যাচের এই সিরিজ থেকে ১৪.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০) আয় করেছে এসএলসি। কলম্বো ভিত্তিক ইংরেজি দৈনিক ‘ডেইলি এফটিকে’ বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। টি-টোয়েন্টি সিরিজের আগে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর পেছনে খেলোয়াড়দের কর্তৃত্ব দিতে ভোলেননি ডি সিলভা।
ভারতের এই সফরে প্রথমে শুধুই তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এসএলসির সম্মতিতে তিনটি টি-টোয়েন্টি যোগ করা হয়। করোনার এই কঠিন সময়ে সফর করে যাওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ডি সিলভা।
বিসিসিআইয়ের আন্তরিকতা ছাড়া সফরটা সফলভাবে শেষ কঠিন হতো বলে জানান ডি সিলভা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই সচিব আরও বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে বাড়তি তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়। টি-টোয়েন্টি যোগ করার লক্ষ্য ছিল যাতে আর্থিকভাবে শ্রীলঙ্কান বোর্ড লাভবান হতে পারে। বিসিসিআই আমাদের প্রস্তাবে না করেনি। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব মিলিয়ে এই সিরিজ থেকে আয় হয়েছে ১৪.৫ মিলিয়ন ডলার।’
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
২ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
২ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে