Ajker Patrika

ভারতকে সিরিজ হারিয়ে ১২২ কোটি টাকা পেল শ্রীলঙ্কা

ভারতকে সিরিজ হারিয়ে ১২২ কোটি টাকা পেল শ্রীলঙ্কা

কদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। এই সিরিজটি নিয়ে অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেকদের তোপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। ভারতের দ্বিতীয় সারির দল হলেও এই সিরিজ থেকে মোটা অঙ্কের লভ্যাংশই পেয়েছে এসএলসি। 

তিন ম্যাচের এই সিরিজ থেকে ১৪.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০) আয় করেছে এসএলসি। কলম্বো ভিত্তিক ইংরেজি দৈনিক ‘ডেইলি এফটিকে’ বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। টি-টোয়েন্টি সিরিজের আগে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর পেছনে খেলোয়াড়দের কর্তৃত্ব দিতে ভোলেননি ডি সিলভা। 

ভারতের এই সফরে প্রথমে শুধুই তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এসএলসির সম্মতিতে তিনটি টি-টোয়েন্টি যোগ করা হয়। করোনার এই কঠিন সময়ে সফর করে যাওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ডি সিলভা। 

বিসিসিআইয়ের আন্তরিকতা ছাড়া সফরটা সফলভাবে শেষ কঠিন হতো বলে জানান ডি সিলভা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই সচিব আরও বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে বাড়তি তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়। টি-টোয়েন্টি যোগ করার লক্ষ্য ছিল যাতে আর্থিকভাবে শ্রীলঙ্কান বোর্ড লাভবান হতে পারে। বিসিসিআই আমাদের প্রস্তাবে না করেনি। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব মিলিয়ে এই সিরিজ থেকে আয় হয়েছে ১৪.৫ মিলিয়ন ডলার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত