Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন চমক দেখাতে যাচ্ছে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন চমক দেখাতে যাচ্ছে ইংল্যান্ড

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আজই প্রথম সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে শুরুতেই চমক দেখাল ইংল্যান্ড।

সাদা বলের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক জস বাটলার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। বাটলারের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ফিল সল্ট। এই সল্টকে অধিনায়ক করে প্রথম টি-টোয়েন্টির একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে একাদশের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার জ্যাকব বেথেল ও জর্ডান কক্সকে নিয়েছে ইংল্যান্ড। জর্ডান কক্সের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।  জেমি ওভারটন এক টেস্ট খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজই প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন।

ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির একাদশে অলরাউন্ডারের সংখ্যাই বেশি।  দুই ব্যাটিং অলরাউন্ডার বেথেল, উইল জ্যাকসের সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান। তাঁদের সঙ্গে থাকছেন আরও এক পেস বোলিং অলরাউন্ডার ওভারটন। লিয়াম লিভিংস্টোনও লেগ স্পিন দিয়ে ব্যাটারদের ভড়কে দিতে পারেন। বোলিং আক্রমণে থাকছেন রিস টপলি ও সাকিব মেহমুদ। যেখানে সাকিব দুই বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন।

কার্ডিফ ও ম্যানচেস্টারে ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া  সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। নটিংহামে ১৯ সেপ্টেম্বর  প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ২৬ আগস্ট ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে বিশ্বকাপ দলে থাকা মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান তিন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান মঈন আলী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের একাদশ
ফিল সল্ট (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, স্যাম কারান,  উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত