Ajker Patrika

তামিম অবসর নেবেন, বুঝতেই পারেননি লিটনরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৪: ৫৩
তামিম অবসর নেবেন, বুঝতেই পারেননি লিটনরা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস। প্রথম ম্যাচে ডিএল মেথডে ১৭ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে লিটনের দল। 

তামিমের অবসরের ঘোর এখনো কাটেনি। একটা নীরব আবহ যেন ভর করেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘিরে। এর মাঝেই দ্বিতীয় ওয়ানডের জন্য অনুশীলনে প্রস্তুতি সারলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। সিরিজের মাঝে এখন অন্য কিছু নিয়ে ভাবতে চান না লিটনরা। পরের ম্যাচে হোঁচট খেলে সিরিজ হারতে হবে তাঁদের। তাই এখন সিরিজের দিকেই মনোনিবেশ করতে চান তাঁরা। 

তামিম না থাকলেও দলে তেমন কোনো পরিবর্তন বা প্রভাব পড়বে বলে মনে করেন না লিটন। চট্টগ্রামে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘না–দেখেন, উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে থাকবে না। যদি মনে করেন এটা ইনজুরিও হতো, বিকল্প কেউ খেলত। আমার কাছে মনে হয় না, এটার কারণে কোনো (দলে) পরিবর্তন আসবে। একই রকম থাকবে সবকিছু।’ 

দীর্ঘদিন ধরে তামিমের সঙ্গে ওপেনিংয়ে কিংবা একই দলের হয়ে খেলছেন লিটন। তাঁরাও উপলব্ধি করতে পারেননি তামিম অবসরের ঘোষণা দেবেন। লিটন বললেন, ‘আমি জানতে পেরেছি দুপুর ১টার দিকে। স্বাভাবিক বিষয়, আমি তাঁর সঙ্গে খেলেছি অনেক দিন ধরে। এ রকম একটা সিদ্ধান্ত আমরা কেউ উপলব্ধি করতে পারিনি, আমরা কেউই না। কিন্তু এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত। এত বছর ধরে তিনি বাংলাদেশকে দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। এটা আমি এবং আমাদের সতীর্থদের পক্ষ থেকে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে সম্মান করি। আমাদের সবারই সম্মান করা উচিত।’ 

তামিমকে দল মিস করবে কি না—এমন প্রশ্নে লিটনের বাস্তবতার নিরিখে উত্তর, ‘এই জিনিসটা বলা খুবই কঠিন। আমি আজ আছি, কাল চোটে পড়লে বাংলাদেশ দল আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। নতুনরা আসতে থাকবে, আসতে থাকবে, একটা সময় তারা আসবে, আমরা চলে যাব, এটা হতেই থাকবে। অবশ্যই উনি থাকলে ভালো হতো, না-ও হতে পারত। এখন যেহেতু নেই, ওই বিষয় নিয়ে আর কথা বলারই দরকার নেই, আমার কাছে মনে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত