তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১২ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৪ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৪ ঘণ্টা আগে