তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
তিন দিনের বিরতির পর চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। আগের তিন ম্যাচের মতোই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ স্বাগতিকেরা এবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে ৫৬ রানে। সেই সঙ্গে সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আগেই জিতে নেওয়া ভারত এবার এগিয়ে গেল ৪-০ ব্যবধানে।
বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ঠিকই বড় স্কোর পেয়েছেন হারমানপ্রীত কৌরেরা। টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই ওপেনার শেফালি ভার্মাকে (২) ফেরালেও ৬ উইকেটে ১২২ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় সমান ওভারে বাংলাদেশ ৭ উইকেট করে ৬৭ রান। এ নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ ভারতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শরীফা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ২১ বলে ৩২ রানের জুটি গড়ে উল্টো বাংলাদেশকে চেপে ধরেন ওপেনার স্মৃতি মান্ধানা (২২) ও দয়ালান হেমলতা (২২)। এরপর অধিনায়ক হারমানপ্রীত খেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংস। রিচা ঘোষ করেন ১৫ বলে ২৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
ভারত ১২২ রান করলেও বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৫। সেই লক্ষ্যে ভালো শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৮ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকেরা মিডল অর্ডারে দাঁড়াতেই পারেনি। ওপেনার মুর্শিদা খাতুন (১) দলীয় ১৮ রানে ফিরলেও ২৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার দিলারা আক্তার। এরপর ৪৭ রান করতেই হারিয়ে ফেলে আরও ৪ উইকেট। রাবেয়া হায়দার (১৩) ও শরীফা (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১০ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১০ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১২ ঘণ্টা আগে