২০২৪ আইপিএলে পার্পল ক্যাপের সঙ্গে সম্পর্কটা দারুণ। কখনো ফস্কে যাচ্ছে, কখনো দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই বনে যাচ্ছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য এবার সেটা একটু কঠিনই হয়ে গেল।
সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে মোস্তাফিজের পিছিয়ে পড়ার বেশ কিছু কারণ রয়েছে। তাঁর দল চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলোর সূচিতে ব্যবধান একটু বেশি। চেন্নাইয়ের ম্যাচগুলোর মধ্যে গড়ে চার-পাঁচ দিন ব্যবধান থাকছেই। ৮ ও ১৪ এপ্রিলের পর আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে চেন্নাই। এই সময়ে অন্য দলগুলোর ম্যাচ হয়েছে। তাদের বোলাররা উইকেট পাচ্ছেন নিয়মিতই। ৮ এপ্রিল চিপকে কলকাতার বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন মোস্তাফিজ। ১০ দিনের ব্যবধানে ফিজ এখন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৪ নম্বরে। ফিজের ওপরে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের দুই বোলার ও রাজস্থান রয়্যালসের এক বোলার। যার মধ্যে গত রাতেই মুম্বাইয়ের জসপ্রীত বুমরা ও জেরাল্ড কোয়েটজি ছাড়িয়ে গেলেন ফিজকে। মূল্যানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে বুমরা ও কোয়েটজি দুজনেই পেয়েছেন ৩টি করে উইকেট। ১৩ উইকেট নিয়ে সবার ওপরে বুমরা। কোয়েটজির এবারের আইপিএলে উইকেট ১২। ফিজ এখন পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট।
রাজস্থানের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের উইকেট ১২। সমান ১২ উইকেট পেলেও ইকোনমিতে পিছিয়ে কোয়েটজি। চাহাল ও কোয়েটজির ইকোনমি ৮.৩৪ ও ৯.৯২। পার্পল ক্যাপ ফিরে পেতে হলে আজ ফিজকে পেতে হবে ৪ উইকেট। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য যা একটু কঠিনই বটে। ম্যাচটি হবে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের চেয়ে বাইরের মাঠে ফিজ বিবর্ণ এবারের আইপিএলে। ১০ উইকেটের ৮টিই পেয়েছেন চিপকে। চিপকের তিন ম্যাচে সর্বোচ্চ ৩০ রান খরচ করেছেন। বিশাখাপত্তনম ও মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পেয়েছেন ১টি করে উইকেট। এখানে উইকেটও যেমন কম পাচ্ছেন, তেমনি অকাতরে রান বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরচ করেন ৪৭ রান। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিপক্ষে দেন ৫৫ রান। এই দুই ম্যাচে ১০০-এর ওপরে রান দেওয়ায় ফিজ ২০ ওভার বোলিংয়ে দেন ১৮৩ রান। ইকোনমি ৯.১৫।
ফিজের সমান ১০ উইকেট আছে আরও চার বোলারের। সেই চার বোলার হলেন খলিল আহমেদ, কাগিসো রাবাদা, স্যাম কারান ও হার্শাল প্যাটেল। যে পাঁচ বোলার ১০টি করে উইকেট পেয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে খরুচে হার্শাল। হার্শাল বোলিং করেছেন ১০.১১।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৩ ৫.৯৬ মুম্বাই ইন্ডিয়ানস
যুজবেন্দ্র চাহাল ১২ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১২ ৯.৯২ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১০ ৯.১৫ চেন্নাই সুপার কিংস
খলিল আহমেদ ১০ ৮.১৭ দিল্লি ক্যাপিটালস
কাগিসো রাবাদা ১০ ৮.৩২ পাঞ্জাব কিংস
স্যাম কারান ১০ ৮.৭৭ পাঞ্জাব কিংস
হার্শাল প্যাটেল ১০ ১০.১১ পাঞ্জাব কিংস
* ১৮ এপ্রিল পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
২০২৪ আইপিএলে পার্পল ক্যাপের সঙ্গে সম্পর্কটা দারুণ। কখনো ফস্কে যাচ্ছে, কখনো দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই বনে যাচ্ছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য এবার সেটা একটু কঠিনই হয়ে গেল।
সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে মোস্তাফিজের পিছিয়ে পড়ার বেশ কিছু কারণ রয়েছে। তাঁর দল চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলোর সূচিতে ব্যবধান একটু বেশি। চেন্নাইয়ের ম্যাচগুলোর মধ্যে গড়ে চার-পাঁচ দিন ব্যবধান থাকছেই। ৮ ও ১৪ এপ্রিলের পর আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে চেন্নাই। এই সময়ে অন্য দলগুলোর ম্যাচ হয়েছে। তাদের বোলাররা উইকেট পাচ্ছেন নিয়মিতই। ৮ এপ্রিল চিপকে কলকাতার বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন মোস্তাফিজ। ১০ দিনের ব্যবধানে ফিজ এখন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৪ নম্বরে। ফিজের ওপরে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের দুই বোলার ও রাজস্থান রয়্যালসের এক বোলার। যার মধ্যে গত রাতেই মুম্বাইয়ের জসপ্রীত বুমরা ও জেরাল্ড কোয়েটজি ছাড়িয়ে গেলেন ফিজকে। মূল্যানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে বুমরা ও কোয়েটজি দুজনেই পেয়েছেন ৩টি করে উইকেট। ১৩ উইকেট নিয়ে সবার ওপরে বুমরা। কোয়েটজির এবারের আইপিএলে উইকেট ১২। ফিজ এখন পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট।
রাজস্থানের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের উইকেট ১২। সমান ১২ উইকেট পেলেও ইকোনমিতে পিছিয়ে কোয়েটজি। চাহাল ও কোয়েটজির ইকোনমি ৮.৩৪ ও ৯.৯২। পার্পল ক্যাপ ফিরে পেতে হলে আজ ফিজকে পেতে হবে ৪ উইকেট। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য যা একটু কঠিনই বটে। ম্যাচটি হবে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের চেয়ে বাইরের মাঠে ফিজ বিবর্ণ এবারের আইপিএলে। ১০ উইকেটের ৮টিই পেয়েছেন চিপকে। চিপকের তিন ম্যাচে সর্বোচ্চ ৩০ রান খরচ করেছেন। বিশাখাপত্তনম ও মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পেয়েছেন ১টি করে উইকেট। এখানে উইকেটও যেমন কম পাচ্ছেন, তেমনি অকাতরে রান বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরচ করেন ৪৭ রান। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিপক্ষে দেন ৫৫ রান। এই দুই ম্যাচে ১০০-এর ওপরে রান দেওয়ায় ফিজ ২০ ওভার বোলিংয়ে দেন ১৮৩ রান। ইকোনমি ৯.১৫।
ফিজের সমান ১০ উইকেট আছে আরও চার বোলারের। সেই চার বোলার হলেন খলিল আহমেদ, কাগিসো রাবাদা, স্যাম কারান ও হার্শাল প্যাটেল। যে পাঁচ বোলার ১০টি করে উইকেট পেয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে খরুচে হার্শাল। হার্শাল বোলিং করেছেন ১০.১১।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৩ ৫.৯৬ মুম্বাই ইন্ডিয়ানস
যুজবেন্দ্র চাহাল ১২ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১২ ৯.৯২ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১০ ৯.১৫ চেন্নাই সুপার কিংস
খলিল আহমেদ ১০ ৮.১৭ দিল্লি ক্যাপিটালস
কাগিসো রাবাদা ১০ ৮.৩২ পাঞ্জাব কিংস
স্যাম কারান ১০ ৮.৭৭ পাঞ্জাব কিংস
হার্শাল প্যাটেল ১০ ১০.১১ পাঞ্জাব কিংস
* ১৮ এপ্রিল পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
৫ মিনিট আগেবিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।
১ ঘণ্টা আগেখেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
১ ঘণ্টা আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২ ঘণ্টা আগে