২০২৪ আইপিএলে পার্পল ক্যাপের সঙ্গে সম্পর্কটা দারুণ। কখনো ফস্কে যাচ্ছে, কখনো দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই বনে যাচ্ছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য এবার সেটা একটু কঠিনই হয়ে গেল।
সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে মোস্তাফিজের পিছিয়ে পড়ার বেশ কিছু কারণ রয়েছে। তাঁর দল চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলোর সূচিতে ব্যবধান একটু বেশি। চেন্নাইয়ের ম্যাচগুলোর মধ্যে গড়ে চার-পাঁচ দিন ব্যবধান থাকছেই। ৮ ও ১৪ এপ্রিলের পর আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে চেন্নাই। এই সময়ে অন্য দলগুলোর ম্যাচ হয়েছে। তাদের বোলাররা উইকেট পাচ্ছেন নিয়মিতই। ৮ এপ্রিল চিপকে কলকাতার বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন মোস্তাফিজ। ১০ দিনের ব্যবধানে ফিজ এখন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৪ নম্বরে। ফিজের ওপরে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের দুই বোলার ও রাজস্থান রয়্যালসের এক বোলার। যার মধ্যে গত রাতেই মুম্বাইয়ের জসপ্রীত বুমরা ও জেরাল্ড কোয়েটজি ছাড়িয়ে গেলেন ফিজকে। মূল্যানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে বুমরা ও কোয়েটজি দুজনেই পেয়েছেন ৩টি করে উইকেট। ১৩ উইকেট নিয়ে সবার ওপরে বুমরা। কোয়েটজির এবারের আইপিএলে উইকেট ১২। ফিজ এখন পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট।
রাজস্থানের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের উইকেট ১২। সমান ১২ উইকেট পেলেও ইকোনমিতে পিছিয়ে কোয়েটজি। চাহাল ও কোয়েটজির ইকোনমি ৮.৩৪ ও ৯.৯২। পার্পল ক্যাপ ফিরে পেতে হলে আজ ফিজকে পেতে হবে ৪ উইকেট। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য যা একটু কঠিনই বটে। ম্যাচটি হবে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের চেয়ে বাইরের মাঠে ফিজ বিবর্ণ এবারের আইপিএলে। ১০ উইকেটের ৮টিই পেয়েছেন চিপকে। চিপকের তিন ম্যাচে সর্বোচ্চ ৩০ রান খরচ করেছেন। বিশাখাপত্তনম ও মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পেয়েছেন ১টি করে উইকেট। এখানে উইকেটও যেমন কম পাচ্ছেন, তেমনি অকাতরে রান বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরচ করেন ৪৭ রান। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিপক্ষে দেন ৫৫ রান। এই দুই ম্যাচে ১০০-এর ওপরে রান দেওয়ায় ফিজ ২০ ওভার বোলিংয়ে দেন ১৮৩ রান। ইকোনমি ৯.১৫।
ফিজের সমান ১০ উইকেট আছে আরও চার বোলারের। সেই চার বোলার হলেন খলিল আহমেদ, কাগিসো রাবাদা, স্যাম কারান ও হার্শাল প্যাটেল। যে পাঁচ বোলার ১০টি করে উইকেট পেয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে খরুচে হার্শাল। হার্শাল বোলিং করেছেন ১০.১১।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৩ ৫.৯৬ মুম্বাই ইন্ডিয়ানস
যুজবেন্দ্র চাহাল ১২ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১২ ৯.৯২ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১০ ৯.১৫ চেন্নাই সুপার কিংস
খলিল আহমেদ ১০ ৮.১৭ দিল্লি ক্যাপিটালস
কাগিসো রাবাদা ১০ ৮.৩২ পাঞ্জাব কিংস
স্যাম কারান ১০ ৮.৭৭ পাঞ্জাব কিংস
হার্শাল প্যাটেল ১০ ১০.১১ পাঞ্জাব কিংস
* ১৮ এপ্রিল পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
২০২৪ আইপিএলে পার্পল ক্যাপের সঙ্গে সম্পর্কটা দারুণ। কখনো ফস্কে যাচ্ছে, কখনো দুর্দান্ত বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই বনে যাচ্ছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য এবার সেটা একটু কঠিনই হয়ে গেল।
সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে মোস্তাফিজের পিছিয়ে পড়ার বেশ কিছু কারণ রয়েছে। তাঁর দল চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলোর সূচিতে ব্যবধান একটু বেশি। চেন্নাইয়ের ম্যাচগুলোর মধ্যে গড়ে চার-পাঁচ দিন ব্যবধান থাকছেই। ৮ ও ১৪ এপ্রিলের পর আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে চেন্নাই। এই সময়ে অন্য দলগুলোর ম্যাচ হয়েছে। তাদের বোলাররা উইকেট পাচ্ছেন নিয়মিতই। ৮ এপ্রিল চিপকে কলকাতার বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেন মোস্তাফিজ। ১০ দিনের ব্যবধানে ফিজ এখন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৪ নম্বরে। ফিজের ওপরে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের দুই বোলার ও রাজস্থান রয়্যালসের এক বোলার। যার মধ্যে গত রাতেই মুম্বাইয়ের জসপ্রীত বুমরা ও জেরাল্ড কোয়েটজি ছাড়িয়ে গেলেন ফিজকে। মূল্যানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে বুমরা ও কোয়েটজি দুজনেই পেয়েছেন ৩টি করে উইকেট। ১৩ উইকেট নিয়ে সবার ওপরে বুমরা। কোয়েটজির এবারের আইপিএলে উইকেট ১২। ফিজ এখন পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট।
রাজস্থানের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের উইকেট ১২। সমান ১২ উইকেট পেলেও ইকোনমিতে পিছিয়ে কোয়েটজি। চাহাল ও কোয়েটজির ইকোনমি ৮.৩৪ ও ৯.৯২। পার্পল ক্যাপ ফিরে পেতে হলে আজ ফিজকে পেতে হবে ৪ উইকেট। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য যা একটু কঠিনই বটে। ম্যাচটি হবে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের চেয়ে বাইরের মাঠে ফিজ বিবর্ণ এবারের আইপিএলে। ১০ উইকেটের ৮টিই পেয়েছেন চিপকে। চিপকের তিন ম্যাচে সর্বোচ্চ ৩০ রান খরচ করেছেন। বিশাখাপত্তনম ও মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পেয়েছেন ১টি করে উইকেট। এখানে উইকেটও যেমন কম পাচ্ছেন, তেমনি অকাতরে রান বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরচ করেন ৪৭ রান। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিপক্ষে দেন ৫৫ রান। এই দুই ম্যাচে ১০০-এর ওপরে রান দেওয়ায় ফিজ ২০ ওভার বোলিংয়ে দেন ১৮৩ রান। ইকোনমি ৯.১৫।
ফিজের সমান ১০ উইকেট আছে আরও চার বোলারের। সেই চার বোলার হলেন খলিল আহমেদ, কাগিসো রাবাদা, স্যাম কারান ও হার্শাল প্যাটেল। যে পাঁচ বোলার ১০টি করে উইকেট পেয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে খরুচে হার্শাল। হার্শাল বোলিং করেছেন ১০.১১।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৩ ৫.৯৬ মুম্বাই ইন্ডিয়ানস
যুজবেন্দ্র চাহাল ১২ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১২ ৯.৯২ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১০ ৯.১৫ চেন্নাই সুপার কিংস
খলিল আহমেদ ১০ ৮.১৭ দিল্লি ক্যাপিটালস
কাগিসো রাবাদা ১০ ৮.৩২ পাঞ্জাব কিংস
স্যাম কারান ১০ ৮.৭৭ পাঞ্জাব কিংস
হার্শাল প্যাটেল ১০ ১০.১১ পাঞ্জাব কিংস
* ১৮ এপ্রিল পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে