নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন আহমেদ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ফিরেছিলেন। তবে বোলিংটা ঠিক মনমতো হয়নি। ৯ ওভারে ৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। লাইন-লেংথ নিয়ে ম্যাচেই কয়েক বার নিজের ওপর হতাশা ঝাড়তে দেখা গেছে তাঁকে।
চোট থেকে ফেরা তাসকিন ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। এ কারণেই ১৪ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে নিয়ে দোটানায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গতকাল বিশ্রামে থাকলেও আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন।
প্রথম টেস্টে খেলা নিয়ে তাসকিন বলছিলেন, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
বোঝাই যাচ্ছে, চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাত মাস আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজেও ছিলেন না পিঠের চোটের কারণে। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে সেখানেও টেস্ট সিরিজ খেলেননি তাসকিন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ও পিঠের চোট ভুগিয়েছিল তাসকিনকে।
এই সময়ে সাদা বলের ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন তাসকিন। ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এই পেসার বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন আহমেদ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ফিরেছিলেন। তবে বোলিংটা ঠিক মনমতো হয়নি। ৯ ওভারে ৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। লাইন-লেংথ নিয়ে ম্যাচেই কয়েক বার নিজের ওপর হতাশা ঝাড়তে দেখা গেছে তাঁকে।
চোট থেকে ফেরা তাসকিন ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। এ কারণেই ১৪ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে নিয়ে দোটানায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গতকাল বিশ্রামে থাকলেও আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন।
প্রথম টেস্টে খেলা নিয়ে তাসকিন বলছিলেন, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
বোঝাই যাচ্ছে, চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাত মাস আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজেও ছিলেন না পিঠের চোটের কারণে। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে সেখানেও টেস্ট সিরিজ খেলেননি তাসকিন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ও পিঠের চোট ভুগিয়েছিল তাসকিনকে।
এই সময়ে সাদা বলের ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন তাসকিন। ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এই পেসার বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩৫ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
৩ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে