Ajker Patrika

ডেথ ওভার বোলিং নিয়ে হতাশ নন তাসকিন

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৮: ১০
ডেথ ওভার বোলিং নিয়ে হতাশ নন তাসকিন

ডেথ ওভারের বোলিংয়ে খেই হারানো যেন বাংলাদেশের বোলারদের এক রকম ‘রোগে’ পরিণত হয়েছে। ম্যাচ জিতুক বা হারুক, প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশের বোলাররা শেষের ওভারগুলো করতে এসে তালগোল পাকিয়ে ফেলেন। হোবার্টে আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখা গেছে একই চিত্র। তবে তা নিয়ে হতাশ নন তাসকিন আহমেদ।  

হোবার্টে সুপার টুয়েলভের ম্যাচে নেদারল্যান্ডসকে আজ ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই রান তাড়া করতে গিয়ে ১৫ ওভারে ৮৬ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলে ডাচরা। নেট রানরেট বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কেননা শেষ ৫ ওভারে ডাচরা করে ৩ উইকেটে ৪৯ রান। তাতে ডাচরা করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৩৫ রান।   

দুই অঙ্কের রানে যেখানে সহজে জেতার কথা, সেখানে বাংলাদেশ জয় পায় ৯ রানে। ডেথ ওভারের এমন বোলিংয়ে হতাশ কি না সেই প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘সত্যি বলতে হতাশ না। আজকের পরিস্থিতিতে আমরা উইকেটের দিকে তাকিয়ে ছিলাম। আমরা প্রধান তিন বোলার আগে শেষ করে ফেলেছি। তারপর সৌম্য এসেছে এবং ডেথ ওভারে ২ ওভার বোলিং করেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা সামনের ম্যাচগুলোতে ভালো করার দিকে তাকিয়ে আছি।’

তাছাড়া মোস্তাফিজুর রহমানের বোলিং যেন বর্তমানে বাংলাদেশের জন্য এক দু:শ্চিন্তার নাম। এবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ খেলে বোলিং করেছেন ৪৩ ওভার। ৩৫৯ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট, ইকোনমি ৮.৩৪। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশে দাঁড়িয়ে তাসকিন বলেন, ‘একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে। আমি যা দেখছি, মোস্তাফিজ ভালো বোলিং করছে। ও অনেক কঠোর পরিশ্রম করছে। দ্রুতই দেখবেন যে সে ঘুরে দাঁড়িয়েছে। কারণ সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। সে চ্যাম্পিয়ন বোলার। দুই-একটি ম্যাচ ভালো যায়নি। তবে সে সামনে ভালো করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত