নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
শেষ ওভারের তৃতীয় বলে স্ট্রাইক পান মুশফিকুর রহিম। তখনো মুশফিক সেঞ্চুরি থেকে ৯ রান দূরত্বে দাঁড়িয়ে। এরপর ২, ৪, ২ ও ১—মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের নবম এবং সবচেয়ে স্বস্তি ফেরানো সেঞ্চুরি বোধ হয় এটিই।
উদ্যাপনও হলো তাঁর খ্যাপাটে। আকাশের দিকে তাকিয়ে গর্জন। তারপর ব্যাট-হেলমেট রেখে। মুশফিকের এই সেঞ্চুরির মাহাত্ম্য শুধু এতটুকুতে শেষ হচ্ছে না। ৬০ বলের সেঞ্চুরিটি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
এই কীর্তিতে মুশফিক পেছেন ফেলেছেন সাকিব আল হাসানকে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব। এত দিন এটাই হয়ে ছিল ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। বাংলাদেশের সেরা চারটি দ্রুততম সেঞ্চুরি ভাগাভাগি করেছেন এই দুজন।
প্রথম ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ৭০ রান করেছিলেন। তবে রানের সঙ্গে বেশ কিছুদিন খুব একটা সখ্য হচ্ছিল না মুশফিকের। চারদিক থেকে প্রশ্নও উঠতে শুরু করেছে। উদ্যাপনে স্বস্তির সঙ্গে তাই মুশফিকের আগ্রাসনও বেরিয়ে আসে।
মুশফিকের সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালের মেতে। ১৭ ম্যাচ পর তিন অঙ্কের দেখা পেলেন। ১৪ চার আর ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মুশফিক। প্রথম ফিফটি করতে মুশফিকের লাগে ৩০ বল, সেঞ্চুরি পূর্ণ করতেও বলের সংখ্যাটা সমান।
ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড
বল ব্যাটার প্রতিপক্ষ মাঠ সাল
৬০ মুশফিকুর রহিম আয়ারল্যান্ড সিলেট ২০২৩
৬৩ সাকিব আল হাসান জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯
৬৮ সাকিব আল হাসান জিম্বাবুয়ে মিরপুর ২০০৯
৬৯ মুশফিকুর রহিম পাকিস্তান মিরপুর ২০১৫
শেষ ওভারের তৃতীয় বলে স্ট্রাইক পান মুশফিকুর রহিম। তখনো মুশফিক সেঞ্চুরি থেকে ৯ রান দূরত্বে দাঁড়িয়ে। এরপর ২, ৪, ২ ও ১—মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের নবম এবং সবচেয়ে স্বস্তি ফেরানো সেঞ্চুরি বোধ হয় এটিই।
উদ্যাপনও হলো তাঁর খ্যাপাটে। আকাশের দিকে তাকিয়ে গর্জন। তারপর ব্যাট-হেলমেট রেখে। মুশফিকের এই সেঞ্চুরির মাহাত্ম্য শুধু এতটুকুতে শেষ হচ্ছে না। ৬০ বলের সেঞ্চুরিটি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
এই কীর্তিতে মুশফিক পেছেন ফেলেছেন সাকিব আল হাসানকে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব। এত দিন এটাই হয়ে ছিল ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। বাংলাদেশের সেরা চারটি দ্রুততম সেঞ্চুরি ভাগাভাগি করেছেন এই দুজন।
প্রথম ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ৭০ রান করেছিলেন। তবে রানের সঙ্গে বেশ কিছুদিন খুব একটা সখ্য হচ্ছিল না মুশফিকের। চারদিক থেকে প্রশ্নও উঠতে শুরু করেছে। উদ্যাপনে স্বস্তির সঙ্গে তাই মুশফিকের আগ্রাসনও বেরিয়ে আসে।
মুশফিকের সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালের মেতে। ১৭ ম্যাচ পর তিন অঙ্কের দেখা পেলেন। ১৪ চার আর ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মুশফিক। প্রথম ফিফটি করতে মুশফিকের লাগে ৩০ বল, সেঞ্চুরি পূর্ণ করতেও বলের সংখ্যাটা সমান।
ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড
বল ব্যাটার প্রতিপক্ষ মাঠ সাল
৬০ মুশফিকুর রহিম আয়ারল্যান্ড সিলেট ২০২৩
৬৩ সাকিব আল হাসান জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯
৬৮ সাকিব আল হাসান জিম্বাবুয়ে মিরপুর ২০০৯
৬৯ মুশফিকুর রহিম পাকিস্তান মিরপুর ২০১৫
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৫ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে