লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট, যেখানে প্রথম দিনেই আধিপত্য দেখিয়েছেন পেসাররা। এক দিনে দুই দলের পেসাররা মিলিয়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট। তবে সেটি ছাপিয়ে আলোচনায় ভিন্ন প্রসঙ্গ। আলোচনার বিষয়বস্তু এক বাঙালি ক্রিকেটার। ইংল্যান্ড দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে যিনি আছেন, তাঁর শিকড় বাংলাদেশে।
রবিন মাঠে না নামলে হয়তো বিষয়টি দৃষ্টিগোচর হতো না। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। তখন তাঁর জার্সিতে দেখা যায় কোনো নাম, নম্বর কিছুই নেই। এরপরই জানা যায় এই ক্রিকেটারের নাম রবিন দাস, পৈতৃক সূত্রে যাঁর বাড়ি বাংলাদেশে।
মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন রবিন। তিনি যখন মাঠে নামেন, তখন লর্ডস টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এর পরেও ম্যাটি পটস চোট পাওয়ায় অতিরিক্ত আরেকজনকে দরকার ছিল। তাঁর জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হলে একাদশে থাকা ব্রড মাঠে ফেরেন এবং রবিন উঠে যান।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালের সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে। কাউন্টির পক্ষ থেকে ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলভথ ম্যান ডিউটি’ করার জন্য রবিন ও তাঁর সতীর্থ নিখিল গোরান্টলাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে খেলেন রবিনের ভাই জোনাথন জয় দাস। তিনি উইকেটরক্ষক। এসেক্সের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলি বলেছেন, ‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’
লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট, যেখানে প্রথম দিনেই আধিপত্য দেখিয়েছেন পেসাররা। এক দিনে দুই দলের পেসাররা মিলিয়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট। তবে সেটি ছাপিয়ে আলোচনায় ভিন্ন প্রসঙ্গ। আলোচনার বিষয়বস্তু এক বাঙালি ক্রিকেটার। ইংল্যান্ড দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে যিনি আছেন, তাঁর শিকড় বাংলাদেশে।
রবিন মাঠে না নামলে হয়তো বিষয়টি দৃষ্টিগোচর হতো না। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। তখন তাঁর জার্সিতে দেখা যায় কোনো নাম, নম্বর কিছুই নেই। এরপরই জানা যায় এই ক্রিকেটারের নাম রবিন দাস, পৈতৃক সূত্রে যাঁর বাড়ি বাংলাদেশে।
মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন রবিন। তিনি যখন মাঠে নামেন, তখন লর্ডস টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এর পরেও ম্যাটি পটস চোট পাওয়ায় অতিরিক্ত আরেকজনকে দরকার ছিল। তাঁর জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হলে একাদশে থাকা ব্রড মাঠে ফেরেন এবং রবিন উঠে যান।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালের সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে। কাউন্টির পক্ষ থেকে ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলভথ ম্যান ডিউটি’ করার জন্য রবিন ও তাঁর সতীর্থ নিখিল গোরান্টলাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে খেলেন রবিনের ভাই জোনাথন জয় দাস। তিনি উইকেটরক্ষক। এসেক্সের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলি বলেছেন, ‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৪ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৪ ঘণ্টা আগে