Ajker Patrika

মাহমুদউল্লাহর চোখে ৫ উইকেট পাওয়ার কাজ করেছেন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহর চোখে ৫ উইকেট পাওয়ার কাজ করেছেন মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, সেটাও আবার টানা তিন ম্যাচ জিতে। অবিশ্বাস্য এই সিরিজ জয়ের পর পর অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া রিয়াদ বিশেষ কৃতিত্ব দিলেন মোস্তাফিজুর রহমানকে। 

অস্ট্রেলিয়াকে হারানোর মূল কারিগর ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট না পেলেও তাঁর এই কৃপণ বোলিংই বাংলাদেশের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে ১৯তম ওভারে মাত্র এক রান দিয়ে ম্যাচের চিত্র বদলে দিয়েছেন বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহ জানিয়েছেন, মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও তাঁর বোলিং স্পেলটা ছিল ৫ উইকেট নেওয়ার মতো। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মোস্তাফিজের যে স্পেল করেছে, সেটা ছিল ৫ উইকেট পাওয়ার মতো। অনেক গুরুত্বপূর্ণ ছিল এটা। বিশেষ করে শেষে ওভারটা (১৯তম) এসে মাত্র একটা রান দেওয়া পাঁচটা ডট বল করা সহজ না। সে চ্যাম্পিয়ন বোলার এবং বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ আরও অনেক বছর সার্ভিস দেবে এবং ম্যাচে জেতাবে।’

গতকাল বাংলাদেশ দলের দেওয়া ১২৮ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখেও জিততে পারেনি। বাংলাদেশ তাদের টি–টোয়েন্টি ইতিহাসে কম লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। মাহদুউল্লাহ জানিয়েছেন, এই জয়ে দলের সবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ম্যাচের পরিস্থিতি বুঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় পরিকল্পনা থেকে সরে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। সাকিবকে যখন তার শেষ ওভারে আনা হলো তখন আমাদের উইকেটটা খুব দরকার ছিল। সাকিব সেটা এনে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত