স্বপ্নের মতো এক ওয়ানডে সিরিজ কাটিয়েছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটো সেঞ্চুরি করেছেন, যার একটি আবার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রান করার রেকর্ডে বাবর আজমকে ছুঁয়েছেন গিল। বাবর-গিলদের সঙ্গে এই তালিকায় আছেন ইমরুল কায়েস।
সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে ২০৮ রান করেন গিল। এরপর রাইপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর গতকাল ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩৬০ রান। এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন গিল ও বাবর। ২০১৬ তে সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক সেঞ্চুরিতে ৩৬০ রান করেছিলেন বাবর। ইমরুল আছেন এই তালিকায় দুইয়ে। ২০১৮ তে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৩৪৯ রান। দুই সেঞ্চুরি ও এক ফিফটি করেছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক:
১। বাবর আজম (পাকিস্তান) : ৩৬০ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৬
১। শুভমান গিল (ভারত) : ৩৬০ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; আয়োজক: ভারত; ২০২৩
২। ইমরুল কায়েস (বাংলাদেশ) : ৩৪৯ রান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; আয়োজক: বাংলাদেশ; ২০১৮
৩। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) : ৩৪২ রান; প্রতিপক্ষ: ভারত; আয়োজক: দক্ষিণ আফ্রিকা; ২০১৩
৪। মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : ৩৩০ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; আয়োজক: ইংল্যান্ড; ২০১৩
স্বপ্নের মতো এক ওয়ানডে সিরিজ কাটিয়েছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটো সেঞ্চুরি করেছেন, যার একটি আবার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রান করার রেকর্ডে বাবর আজমকে ছুঁয়েছেন গিল। বাবর-গিলদের সঙ্গে এই তালিকায় আছেন ইমরুল কায়েস।
সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে ২০৮ রান করেন গিল। এরপর রাইপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর গতকাল ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩৬০ রান। এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন গিল ও বাবর। ২০১৬ তে সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক সেঞ্চুরিতে ৩৬০ রান করেছিলেন বাবর। ইমরুল আছেন এই তালিকায় দুইয়ে। ২০১৮ তে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৩৪৯ রান। দুই সেঞ্চুরি ও এক ফিফটি করেছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক:
১। বাবর আজম (পাকিস্তান) : ৩৬০ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৬
১। শুভমান গিল (ভারত) : ৩৬০ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; আয়োজক: ভারত; ২০২৩
২। ইমরুল কায়েস (বাংলাদেশ) : ৩৪৯ রান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; আয়োজক: বাংলাদেশ; ২০১৮
৩। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) : ৩৪২ রান; প্রতিপক্ষ: ভারত; আয়োজক: দক্ষিণ আফ্রিকা; ২০১৩
৪। মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : ৩৩০ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; আয়োজক: ইংল্যান্ড; ২০১৩
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে