Ajker Patrika

বাবর-গিলদের সঙ্গে যে তালিকায় ইমরুল কায়েস 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৩
বাবর-গিলদের সঙ্গে যে তালিকায় ইমরুল কায়েস 

স্বপ্নের মতো এক ওয়ানডে সিরিজ কাটিয়েছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটো সেঞ্চুরি করেছেন, যার একটি আবার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রান করার রেকর্ডে বাবর আজমকে ছুঁয়েছেন গিল। বাবর-গিলদের সঙ্গে এই তালিকায় আছেন ইমরুল কায়েস। 

সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে ২০৮ রান করেন গিল। এরপর রাইপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর গতকাল ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩৬০ রান। এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন গিল ও বাবর। ২০১৬ তে সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক সেঞ্চুরিতে ৩৬০ রান করেছিলেন বাবর। ইমরুল আছেন এই তালিকায় দুইয়ে। ২০১৮ তে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৩৪৯ রান। দুই সেঞ্চুরি ও এক ফিফটি করেছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক:

১। বাবর আজম (পাকিস্তান) : ৩৬০ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৬ 
১। শুভমান গিল (ভারত) : ৩৬০ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; আয়োজক: ভারত; ২০২৩ 
২। ইমরুল কায়েস (বাংলাদেশ) : ৩৪৯ রান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; আয়োজক: বাংলাদেশ; ২০১৮ 
৩। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) : ৩৪২ রান; প্রতিপক্ষ: ভারত; আয়োজক: দক্ষিণ আফ্রিকা; ২০১৩ 
৪। মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : ৩৩০ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; আয়োজক: ইংল্যান্ড; ২০১৩ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত