Ajker Patrika

গিলের ডাবল হুমকিতে ফেলে দিয়েছিলেন ব্রেসওয়েল

গিলের ডাবল হুমকিতে ফেলে দিয়েছিলেন ব্রেসওয়েল

বাংলাদেশের বিপক্ষে গত ডিসেম্বর ডাবল সেঞ্চুরি করে ওয়ানডেতে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হয়েছিলেন ঈশান কিষান। আজ সেই রেকর্ডটি ছাড়িয়ে গেলেন শুভমান গিল। তাঁর রেকর্ডের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে ভারত।

এক মাস পেছনে ফেরা যাক। গত ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষান। সবচেয়ে কম বয়সী ও পঞ্চম ভারতীয় হিসেবে নাম লিখিয়েছিলেন ডাবল সেঞ্চুরির অভিজাত ক্লাবে। কিন্তু কিষানের রেকর্ডটি আয়ু পেল মাত্র এক মাস ৮ দিন। তাঁরই সতীর্থ গিলের কাছে হারালেন ওয়ানডেতে সবচেয়ে কম বয়সী হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হায়দরাবাদে ঝড় তুলেন গিল। ১৪৫ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তো করেছেনই, গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও। সবচেয়ে কম বয়সে (২৩ বছর ১৩২ দিন) ডাবল সেঞ্চুরির পাশাপাশি ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসে শচীন টেন্ডুলকারের (১৮৬ *) রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ষষ্ঠ ভারতীয় ও অষ্টম ক্রিকেটার হিসেবে দ্বিতশতকের স্বাদ পেলেন গিল। 

তাঁর এমন দুর্ধর্ষ ইনিংস দেখে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের টুইট, ‘দিল দিল শুভমান গিল’। আরেক ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং লেখেন, ‘একদিনের ক্রিকেটে ২০০ রান! এমন তরুণ বয়সে অসাধারণ ও অবিশ্বাস্য। আমার ও শুভমানের জন্য গর্বের দিন। অভিনন্দন।’ 

গিলের ডাবলে রান পাহাড়েও চড়ে ভারত। গত চার ইনিংসের প্রতিটিতে তিনশোর্ধ্ব রান পেয়েছে তারা। তিন দিন আগে শ্রীলঙ্কাকে ৩৯১ রানের লক্ষ্য দিয়ে রেকর্ড গড়া জয় পেয়েছিল রোহিত শর্মারা। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে করল ৮ উইকেটে ৩৪৯ রান। যেখানে গিলের একাই ২০৮। ভারতীয় ওপেনার ১৪৯ বলের ইনিংসটি সাজান ১৯ চার ও ৯ ছয়ে। 

তবে রানের পাহাড় গড়েও কিউইদের ইনিংসে স্বস্তিতে নিশ্বাস ফেলতে পারেনি ভারত। মিডল-অর্ডার ব্যাটার মিচেল ব্রেসওয়েলের সেঞ্চুরিতে ম্লান হতে বসেছিল গিলের ঝকঝকে ইনিংসটি। নিউজিল্যান্ড লক্ষ্য তাড়ায় থামে ৪৯.২ ওভারে ৩৩৭ রানে। ভারত জয় পায় ১২ রানে। শেষ উইকেট হিসেবে ব্রেসওয়েলের ৭৮ বলে ১৪০ রানের ইনিংসটি থামার পর স্বস্তির নিশ্বাস ফেলেন রোহিতরা। ভারতকে ভুগিয়েছে মিচেল স্যান্টনারের ৫৭ রানের ইনিংসটিও। সপ্তম উইকেটে ব্রেসওয়েলের সঙ্গে তাঁর ১০২ বলে ১৬২ রানের জুটিতে জয়ের স্বপ্নও দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ২০ রান আর করতে পারেননি ব্রেসওয়েল। ভারতের হয়ে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সফল বোলার মোহাম্মদ সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত