দীর্ঘদিন ধরে নিজের ছায়া হয়ে আছেন বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তো রীতিমতো শনির দশা লেগেছে কোহলির ক্যারিয়ারে। এখন পর্যন্ত তিনবার গোল্ডেন ডাক মেরেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। দুঃসময় কাটিয়ে উটতে সাবেক ক্রিকেটাররা কোহলিকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সুনীল গাভাস্কার অবশ্য বলছেন ভিন্ন কথা। ভারতীয় কিংবদন্তির মতে, ড্রেসিং রুমে বসে থাকলে রানে ফেরা যাবে না। ম্যাচ খেলেই ফিরতে হবে ছন্দে, ‘ভারতের ম্যাচের গুরুত্ব তাঁর কাছে এক নম্বর হওয়া উচিত। এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত ভারতের ম্যাচ। আপনি না খেলে ছন্দ ফিরে পাবেন কীভাবে? ড্রেসিং রুমে বস থাকলে ছন্দ ফিরবে না। আপনি যত বেশি খেলবেন, আপনার ফর্মে ফেরার সম্ভাবনা তত বেশি হবে।’
কোহলির খারাপ সময়ে তাকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন মাইকেল ভন। সাবেক ইংলিশ অধিনায়ক কদিন আগে টুইটে লিখেছিলেন, ‘কখনো কখনো একজন খেলোয়াড়ের খেলা থেকে বিরতির প্রয়োজন হয়। কোহলিকে এই সময়ে খেলা থেকে বিরতি নিতে হবে।’ এর আগে রবি শাস্ত্রীও কোহলিকে আইপিএল থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। শুধু ভন কিংবা শাস্ত্রীই নন কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও। পিটারসেন বলেছেন, কোহলি যদি তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে চায়, তার বিরতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সবাই একরকম পরামর্শ দিলেও গাভাস্কার দিলেন এর ঠিক উল্টোটা।
খোদ কোহলি অবশ্য এসব নিয়ে খুব একটা ভাবছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শূন্য রানে ফেরার পর নির্ভার দেখা গেছে সাবেক ভারতীয় অধিনায়ককে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে খাবার টেবিলে বাসন বাজিয়ে সতীর্থদের নিয়ে হাসি ঠাট্টায় মেতে আছেন তিনি। এই কোহলিকে দেখে কে বলবে আইপিএলে দুঃস্বপ্নের মতো একটা মৌসুম কাটাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি করা একজন ক্রিকেটার!
দীর্ঘদিন ধরে নিজের ছায়া হয়ে আছেন বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তো রীতিমতো শনির দশা লেগেছে কোহলির ক্যারিয়ারে। এখন পর্যন্ত তিনবার গোল্ডেন ডাক মেরেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। দুঃসময় কাটিয়ে উটতে সাবেক ক্রিকেটাররা কোহলিকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সুনীল গাভাস্কার অবশ্য বলছেন ভিন্ন কথা। ভারতীয় কিংবদন্তির মতে, ড্রেসিং রুমে বসে থাকলে রানে ফেরা যাবে না। ম্যাচ খেলেই ফিরতে হবে ছন্দে, ‘ভারতের ম্যাচের গুরুত্ব তাঁর কাছে এক নম্বর হওয়া উচিত। এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত ভারতের ম্যাচ। আপনি না খেলে ছন্দ ফিরে পাবেন কীভাবে? ড্রেসিং রুমে বস থাকলে ছন্দ ফিরবে না। আপনি যত বেশি খেলবেন, আপনার ফর্মে ফেরার সম্ভাবনা তত বেশি হবে।’
কোহলির খারাপ সময়ে তাকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন মাইকেল ভন। সাবেক ইংলিশ অধিনায়ক কদিন আগে টুইটে লিখেছিলেন, ‘কখনো কখনো একজন খেলোয়াড়ের খেলা থেকে বিরতির প্রয়োজন হয়। কোহলিকে এই সময়ে খেলা থেকে বিরতি নিতে হবে।’ এর আগে রবি শাস্ত্রীও কোহলিকে আইপিএল থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। শুধু ভন কিংবা শাস্ত্রীই নন কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও। পিটারসেন বলেছেন, কোহলি যদি তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে চায়, তার বিরতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সবাই একরকম পরামর্শ দিলেও গাভাস্কার দিলেন এর ঠিক উল্টোটা।
খোদ কোহলি অবশ্য এসব নিয়ে খুব একটা ভাবছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শূন্য রানে ফেরার পর নির্ভার দেখা গেছে সাবেক ভারতীয় অধিনায়ককে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে খাবার টেবিলে বাসন বাজিয়ে সতীর্থদের নিয়ে হাসি ঠাট্টায় মেতে আছেন তিনি। এই কোহলিকে দেখে কে বলবে আইপিএলে দুঃস্বপ্নের মতো একটা মৌসুম কাটাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি করা একজন ক্রিকেটার!
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে