Ajker Patrika

সাকিবের রেকর্ড কি ভারত ম্যাচেই ভেঙে দেবেন তানজিম সাকিব-রিশাদরা

আপডেট : ২২ জুন ২০২৪, ১৩: ৪৭
সাকিবের রেকর্ড কি ভারত ম্যাচেই ভেঙে দেবেন তানজিম সাকিব-রিশাদরা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ তো তানজিম হাসান সাকিবের দ্বিতীয় আইসিসি ইভেন্ট। তবে রিশাদ হোসেন যে এবারই খেলছেন প্রথম কোনো আইসিসি ইভেন্ট। লেগ স্পিনের জাদুতে ব্যাটারদের বোকা বানাচ্ছেন রিশাদ। তানজিম সাকিব, রিশাদ বাংলাদেশের এই দুই তরুণ বোলার এখন সাকিব আল হাসানের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সাকিবের রেকর্ড ভাঙার সম্ভাবনা এই ম্যাচে দারুণভাবে রয়েছে তানজিম সাকিব ও রিশাদের। তানজিম সাকিব, রিশাদ দুজনেই নিয়েছেন ৯টি করে উইকেট এবং পাঁচটি করে ম্যাচ খেলেছেন। তানজিম সাকিব ও রিশাদের ইকোনমি ৫.০৬ ও ৬.৯৪। দুজনের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

নেপালের বিপক্ষে তানজিম সাকিব ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। রিশাদ ম্যাচসেরা হয়েছেন লঙ্কানদের বিপক্ষে ৩ উইকেট নিয়ে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। যা বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট। 

ভারতের কাছে হারলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ। তবু বাংলাদেশের হাতে আরও একটি ম্যাচ রয়েছে সুপার এইটে। ২৫ জুন বাংলাদেশ সময় ভোরে তানজিম সাকিব-রিশাদরা খেলবেন আফগানিস্তানের বিপক্ষে। মোস্তাফিজুর রহমানও এবারের বিশ্বকাপে আছেন দারুণ ছন্দে। ৫ ম্যাচ খেলে নেন ৭ উইকেট। 

প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে এসে কাপাচ্ছেন রিশাদ হোসেন। টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট২০১৬ সালে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ কাঁপিয়ে দেন মোস্তাফিজ। ভারতে অনুষ্ঠিত ৮ বছর আগে বিশ্বকাপে মোস্তাফিজ ৩ ম্যাচ খেলেই নেন ৯ উইকেট। কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে নেন ৫ উইকেট। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে  বাংলাদেশের সেরা বোলিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে উইকেট সংখ্যায় বাংলাদেশের সেরা পাঁচে আছেন সাকিব দুবার। ২০১৬ বিশ্বকাপে বাংলাদেশের তারকা অলরাউন্ডার নেন ১০ উইকেট। 

ভারত-আফগানিস্তান ম্যাচ দুটিতে সাকিবকে হাতছানি দিচ্ছে জোড়া মাইলফলক। ২ উইকেট নিলে আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। ১৬৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি টিম সাউদি। সাউদির নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ১৫০ উইকেট নেওয়ার পাশাপাশি  টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে উইকেটের ফিফটি পূর্ণ করবেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সাকিব এখনো পর্যন্ত নিয়েছেন ৪৮ উইকেট।


টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার 
                                  উইকেট    ইকোনমি      ম্যাচ         সাল      
সাকিব আল হাসান             ১১       ৫.৫৯            ৬          ২০২১
আল আমিন হোসেন           ১০      ৭.৩৩             ৭          ২০১৪  
সাকিব আল হাসান             ১০       ৭.২১            ৭          ২০১৬
মোস্তাফিজুর রহমান            ৯       ৭.১৬             ৩          ২০১৬
তানজিম হাসান সাকিব*       ৯       ৫.০৬            ৫         ২০২৪
রিশাদ হোসেন*                 ৯       ৬.৯৪            ৫          ২০২৪
*২০২৪ এর ২১ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পর্যন্ত

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত