চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ফলোঅনে পড়া বাংলাদেশকে আর ব্যাটিংয়ে পাঠায়নি ভারত। স্বাগিতকেরা দ্বিতীয় ইনিংস শুরু করে দিন পার করেছে স্বস্তিতে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হলো বেশ কিছু রেকর্ড। সংখ্যায় সংখ্যায় ও তালিকায় দেখে নেওয়া যাক সেসব—
২
টেস্টে এ নিয়ে ৪ ম্যাচে দুইবার ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৪ বার ৫ উইকেটের কীর্তি আছে শাহাদাত হোসেনের (৩৮ ম্যাচ)। ৯ ম্যাচে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন রবিউল ইসলামও।
১৯৯
চেন্নাই টেস্টে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্চিন জুটির রান। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোনো উইকেট জুটিতে ভারতের হয়ে এটি চতুর্থ সর্বোচ্চ।
৩৭৬
১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ভারত পরে করে আরও ২৩২ রান। ১৫০-এর নিচে এত উইকেট হারানোর পর এটিই টেস্টে তাদের সর্বোচ্চ স্কোর আর দ্বিতীয় সর্বোচ্চ রান যোগ স্কোরবোর্ডে।
১০৯৪
যশস্বী জয়সওয়ালের টেস্ট রান। নিজের প্রথম ১০ টেস্টে তাঁর চেয়ে বেশি রান করতে পেরেছিলেন শুধু তিন জন—ডন ব্রাডম্যান (১৪৪৬), এভারটন উইকস (১১২৫) ও জর্জ হেডলি (১১০২)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় দুইয়ে আছেন সুনীল গাভাস্কার (৯৭৮)।
৫/৮৩
চিপকে হাসান মাহমুদের বোলিং—ভারতের বিপক্ষে পঞ্চম বাংলাদেশ হিসেবে টেস্টে ৫ উইকেট পেলেন তিনি। ভারতের মাটিতে এটিই সেরা বোলিং কোনো বাংলাদেশির। এর আগে ২০১৯ সালে ইন্দোরে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ।
চেন্নাইয়ে টেস্টে ১ দিনে সর্বোচ্চ উইকেট পতন
উইকেট দিন দল সাল
১৭ ২ বাংলাদেশ-ভারত ২০২৪
১৫ ৩ ভারত-উইন্ডিজ ১৯৭৯
১৫ ৪ ভারত-ইংল্যান্ড ২০২১
১৫ ২ ভারত-ইংল্যান্ড ২০২১
টেস্টের এক ইনিংসে বাংলাদেশি পেসারদের সর্বোচ্চ উইকেট
উইকেট প্রতিপক্ষ ভেন্যু সাল
১০ পাকিস্তান রাওয়ালপিন্ডি ২০২৪
৯ জিম্বাবুয়ে বুলাওয়েও ২০০১
৯ নিউজিল্যান্ড হ্যামিল্টন ২০০১
৯ শ্রীলঙ্কা কলম্বো ২০০১
৯ নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ২০২২
৯ ভারত চেন্নাই ২০২৪
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ফলোঅনে পড়া বাংলাদেশকে আর ব্যাটিংয়ে পাঠায়নি ভারত। স্বাগিতকেরা দ্বিতীয় ইনিংস শুরু করে দিন পার করেছে স্বস্তিতে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হলো বেশ কিছু রেকর্ড। সংখ্যায় সংখ্যায় ও তালিকায় দেখে নেওয়া যাক সেসব—
২
টেস্টে এ নিয়ে ৪ ম্যাচে দুইবার ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৪ বার ৫ উইকেটের কীর্তি আছে শাহাদাত হোসেনের (৩৮ ম্যাচ)। ৯ ম্যাচে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন রবিউল ইসলামও।
১৯৯
চেন্নাই টেস্টে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্চিন জুটির রান। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোনো উইকেট জুটিতে ভারতের হয়ে এটি চতুর্থ সর্বোচ্চ।
৩৭৬
১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ভারত পরে করে আরও ২৩২ রান। ১৫০-এর নিচে এত উইকেট হারানোর পর এটিই টেস্টে তাদের সর্বোচ্চ স্কোর আর দ্বিতীয় সর্বোচ্চ রান যোগ স্কোরবোর্ডে।
১০৯৪
যশস্বী জয়সওয়ালের টেস্ট রান। নিজের প্রথম ১০ টেস্টে তাঁর চেয়ে বেশি রান করতে পেরেছিলেন শুধু তিন জন—ডন ব্রাডম্যান (১৪৪৬), এভারটন উইকস (১১২৫) ও জর্জ হেডলি (১১০২)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় দুইয়ে আছেন সুনীল গাভাস্কার (৯৭৮)।
৫/৮৩
চিপকে হাসান মাহমুদের বোলিং—ভারতের বিপক্ষে পঞ্চম বাংলাদেশ হিসেবে টেস্টে ৫ উইকেট পেলেন তিনি। ভারতের মাটিতে এটিই সেরা বোলিং কোনো বাংলাদেশির। এর আগে ২০১৯ সালে ইন্দোরে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ।
চেন্নাইয়ে টেস্টে ১ দিনে সর্বোচ্চ উইকেট পতন
উইকেট দিন দল সাল
১৭ ২ বাংলাদেশ-ভারত ২০২৪
১৫ ৩ ভারত-উইন্ডিজ ১৯৭৯
১৫ ৪ ভারত-ইংল্যান্ড ২০২১
১৫ ২ ভারত-ইংল্যান্ড ২০২১
টেস্টের এক ইনিংসে বাংলাদেশি পেসারদের সর্বোচ্চ উইকেট
উইকেট প্রতিপক্ষ ভেন্যু সাল
১০ পাকিস্তান রাওয়ালপিন্ডি ২০২৪
৯ জিম্বাবুয়ে বুলাওয়েও ২০০১
৯ নিউজিল্যান্ড হ্যামিল্টন ২০০১
৯ শ্রীলঙ্কা কলম্বো ২০০১
৯ নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ২০২২
৯ ভারত চেন্নাই ২০২৪
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে