Ajker Patrika

‘গেম চেঞ্জার’ রিশাদের ভেলকি দেখার অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ০৪
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েন রিশাদ হোসেন। ছবি: এএফপি
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েন রিশাদ হোসেন। ছবি: এএফপি

বড় মঞ্চে কী করতে পারেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে রিশাদকে ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ।

২০২৩-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিশাদ শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি যতটা কার্যকরী, ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। পরিসংখ্যান রিশাদের পক্ষে কথা না বললেও তাঁর ওপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকাররা। আইসিসি গতকাল রাতে একটি রিলস প্রকাশ করেছে। সেখানে রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সঙ্গে খেলায় রিশাদের সামর্থ্য আরও ভালোমতো বুঝতে পেরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের মতে রিশাদের ব্যাটিংটাও চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে। আইসিসির গতকাল প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, পাকিস্তান-এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের পিচ কতটা ব্যাটিং বান্ধব, সেটা কদিন আগে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বোঝা গেছে। পাকিস্তানের ব্যাটিং মহাসড়কে রিশাদের মতো লেগ স্পিনার প্রয়োজন বলে মনে করেন শান্ত। আইসিসির প্রকাশিত রিলসে গতকাল বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে আমরা ভালো করব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’

২০২৪-এর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন ১১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত