ক্রীড়া ডেস্ক
বড় মঞ্চে কী করতে পারেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে রিশাদকে ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ।
২০২৩-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিশাদ শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি যতটা কার্যকরী, ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। পরিসংখ্যান রিশাদের পক্ষে কথা না বললেও তাঁর ওপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকাররা। আইসিসি গতকাল রাতে একটি রিলস প্রকাশ করেছে। সেখানে রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সঙ্গে খেলায় রিশাদের সামর্থ্য আরও ভালোমতো বুঝতে পেরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের মতে রিশাদের ব্যাটিংটাও চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে। আইসিসির গতকাল প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, পাকিস্তান-এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের পিচ কতটা ব্যাটিং বান্ধব, সেটা কদিন আগে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বোঝা গেছে। পাকিস্তানের ব্যাটিং মহাসড়কে রিশাদের মতো লেগ স্পিনার প্রয়োজন বলে মনে করেন শান্ত। আইসিসির প্রকাশিত রিলসে গতকাল বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে আমরা ভালো করব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’
২০২৪-এর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন ১১ উইকেট।
বড় মঞ্চে কী করতে পারেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখিয়েছেন রিশাদ হোসেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের লেগ স্পিনারের জন্য হতে যাচ্ছে দ্বিতীয় আইসিসি ইভেন্ট। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে রিশাদকে ‘গেম চেঞ্জার’ মনে করছে বাংলাদেশ।
২০২৩-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিশাদ শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। তবে টি-টোয়েন্টিতে তিনি যতটা কার্যকরী, ওয়ানডেতে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৭ ওয়ানডেতে ৬.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। পরিসংখ্যান রিশাদের পক্ষে কথা না বললেও তাঁর ওপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকাররা। আইসিসি গতকাল রাতে একটি রিলস প্রকাশ করেছে। সেখানে রিশাদকে নিয়ে সৌম্য বলেছেন, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে ক্যামিও ইনিংস খেলতে পারেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সঙ্গে খেলায় রিশাদের সামর্থ্য আরও ভালোমতো বুঝতে পেরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের মতে রিশাদের ব্যাটিংটাও চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে দেবে। আইসিসির গতকাল প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ড, পাকিস্তান-এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের পিচ কতটা ব্যাটিং বান্ধব, সেটা কদিন আগে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বোঝা গেছে। পাকিস্তানের ব্যাটিং মহাসড়কে রিশাদের মতো লেগ স্পিনার প্রয়োজন বলে মনে করেন শান্ত। আইসিসির প্রকাশিত রিলসে গতকাল বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রিশাদের বোলিং ভালো করলে টুর্নামেন্টে আমরা ভালো করব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’
২০২৪-এর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। যা বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এই তালিকায় দুইয়ে থাকা সাকিব ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পেয়েছিলেন ১১ উইকেট।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৪ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৫ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৬ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৮ ঘণ্টা আগে