শন পোলককে চেনেন না এমন ক্রিকেট পাগল পাওয়া যাবে না বললেই চলে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট কিংবদন্তির চাচা গ্রায়েম পোলকও ছিলেন বেশ নামকরা ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন তিনি।
৬০ দশকের এই ক্রিকেট কিংবদন্তি স্ট্রোক করেছেন সম্প্রতি। আপাতত হাসপাতালে আছেন গ্রায়েম পোলক। আজ এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সে পা রাখেন গ্রায়েম পোলক। ১১ দিন আগে স্ট্রোক করেন তিনি। সেই থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। গত কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসাও চলছিল গ্রায়েম পোলকের। পারকিনসন রোগেও আক্রান্ত ছিলেন তিনি। তবে আপাতত গ্রায়েম পোলকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
১৯৬৩ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন পোলক। ১৯৭০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬০.৯৭ গড়ে ৭ ছয়ে ২২৫৬ রান করেছেন তিনি। আর লেগ ব্রেকে নিয়েছেন ৪ উইকেট।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করা হয় গ্রায়েম পোলককে। গ্রায়েম পোলকের সম্পর্কে ক্রিকেট কিংবদন্তি ডন ব্রাডম্যান বলেছিলেন, ‘ক্রিকেট ইতিহাসের সেরা বামহাতি ব্যাটার।’
শন পোলককে চেনেন না এমন ক্রিকেট পাগল পাওয়া যাবে না বললেই চলে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট কিংবদন্তির চাচা গ্রায়েম পোলকও ছিলেন বেশ নামকরা ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন তিনি।
৬০ দশকের এই ক্রিকেট কিংবদন্তি স্ট্রোক করেছেন সম্প্রতি। আপাতত হাসপাতালে আছেন গ্রায়েম পোলক। আজ এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সে পা রাখেন গ্রায়েম পোলক। ১১ দিন আগে স্ট্রোক করেন তিনি। সেই থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। গত কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসাও চলছিল গ্রায়েম পোলকের। পারকিনসন রোগেও আক্রান্ত ছিলেন তিনি। তবে আপাতত গ্রায়েম পোলকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
১৯৬৩ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন পোলক। ১৯৭০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬০.৯৭ গড়ে ৭ ছয়ে ২২৫৬ রান করেছেন তিনি। আর লেগ ব্রেকে নিয়েছেন ৪ উইকেট।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করা হয় গ্রায়েম পোলককে। গ্রায়েম পোলকের সম্পর্কে ক্রিকেট কিংবদন্তি ডন ব্রাডম্যান বলেছিলেন, ‘ক্রিকেট ইতিহাসের সেরা বামহাতি ব্যাটার।’
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৩২ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
২ ঘণ্টা আগে