Ajker Patrika

ভারতের বিপক্ষে কামিন্সদের সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন হ্যারিস 

ভারতের বিপক্ষে কামিন্সদের সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন হ্যারিস 

অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে ২০০৪ সালে ভারতের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতের মাঠে কখনোই বর্ডার-গাভাস্কার ট্রফি জেতা হয়নি অস্ট্রেলিয়ার। রায়ান হ্যারিসের মতে, প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার এই ‘ডেডলক’ ভাঙার সম্ভাবনা রয়েছে। আগামীকাল নাগপুরে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিদের ফেভরিট মানছেন হ্যারিস।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১৫ ম্যাচ খেলে জিতেছে ১০ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও হেরেছে মাত্র ১ টিতে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে আছেন দুই অজি ক্রিকেটার। ৭৯.৬৮ গড়ে ১২৭৫ রান করে উসমান খাজা আছেন চার নম্বরে ও ৫৭.৫০ গড়ে ১২৬৫ রান করা মার্নাস লাবুশেইন আছেন পাঁচ নম্বরে। যার মধ্যে লাবুশেইন ২০৪ রানের ইনিংস খেলেছেন। সেরা পাঁচে না থাকলেও ডাবল সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার ডাবল সেঞ্চুরি করেছিলেন নিজের শততম টেস্টে। আর ৬১ উইকেট নিয়ে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন নাথান লিওন।

ক্রিকেটারদের ফর্মে থাকাই অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের দারুণ সুযোগ মনে করেন হ্যারিস। অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, ‘এবারের দলটা বেশ অভিজ্ঞ। এটা তাদেরকে অবশ্যই সাহায্য করবে। অধিকাংশ ক্রিকেটারই ফর্মে আছে। আমার মতে, সিরিজ জয়ের এটাই দারুণ সুযোগ যদি এই দল নিয়ে তারা ভালো খেলতে পারে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হয়েছেন কামিন্স। ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ৫০ উইকেট। কামিন্সের অধিনায়কত্বের প্রশংসা করে হ্যারিস বলেছেন, ‘সে (কামিন্স) খুবই ইতিবাচক মানুষ। সে অধিনায়ক হওয়ার পর থেকেই বদলে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত