Ajker Patrika

শাহিনের চোটই আমাদের ভুগিয়েছে, বলছেন বাবর

শাহিনের চোটই আমাদের ভুগিয়েছে, বলছেন বাবর

শাহিন শাহ আফ্রিদির কাছে এর চেয়ে দুর্ভাগ্যের আর কি-ইবা হতে পারে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে পড়লেন চোটে। আর চোটে মাঠ ছেড়ে যান শাহিন। আর শাহিনের এই চোটই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন বাবর আজম। 

এমসিজিতে ইংল্যান্ডকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। লক্ষ্য কম হলেও ইংলিশদের বেশ চাপে রেখেছিলেন ইংলিশ বোলাররা। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৪১ রান। ১৬ তম ওভার করতে আসেন শাহিন। প্রথম বলটা ডট দিলেও এরপরই কাধের চোটে মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। যেখানে ইফতিখার আহমেদ বাকি পাঁচ বলে দেন ১৩ রান। ধীরে ধীরে পাকিস্তানও ম্যাচ থেকে ছিটকে যায়। 

চোটে পড়ে শাহিনের মাঠ ছাড়াটাই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন বাবর। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানি অধিনায়ক বলেন ‘বোলিং ভালো ছিল। কিন্তু শাহিনের চোটেই আমাদের ভুগিয়েছে। ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। তবে এটা খেলার একটা অংশ।’ 

আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করা পাকিস্তানের ১৬ ওভার শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১১৯ রান। তবে শেষ ৪ ওভারে চার উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৮ রান। তাতে পাকিস্তানের বেশ কিছু রান কম হয়েছে বলে মনে করেন বাবর। একই সঙ্গে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও অভিনন্দন জানিয়েছেন বাবর। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমরা ২০ রান কম করেছি। তবে শেষ অব্দি লড়াই করে গেছি। শেষ চার ম্যাচে আমাদের দল যা পারফরম্যান্স করেছে, অসাধারণ। ইংল্যান্ড দলকে অভিনন্দন।’ 

এবারের টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন। ৭ ম্যাচে ৬.১৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। যেখানে পাওয়ারপ্লেতে উইকেট নিয়ে টপ অর্ডার ব্যাটারদের আতঙ্কে পরিণত হয়েছিলেন এই পেসার। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২.১ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট আর এই উইকেটটি ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত