Ajker Patrika

এবার উইজডেনেরও বর্ষসেরা বুমরা, বর্ষসেরা নারী ক্রিকেটারও ভারতীয়

ক্রীড়া ডেস্ক    
উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা ও স্মৃতি মান্ধানা। ছবি: ক্রিকইনফো
উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা ও স্মৃতি মান্ধানা। ছবি: ক্রিকইনফো

আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।

উইজডেনের ২০২৫ সংস্করণের ছেলেদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন বুমরা। আর নারী লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। আজ প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে জানানো হয় বুমরা-মান্ধানার বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কথা।

বুমরাকে লিডিং ক্রিকেটার বেছে নেওয়ায় উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেছেন, ‘খুব সহজেই সে (বুমরা) বছরের তারকা। খুবই ভয়ংকর সে। দারুণ চ্যালেঞ্জ দিতে পারে সে। তার বিপক্ষে যে রান হয়েছে, সেগুলো দ্বিগুণ ধরা উচিত। সর্বকালের সেরা ক্রিকেটার হওয়ার দাবিটা সে নিজেই তুলেছে।’

তিন সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে গত বছর ১৬৫৯ রান করেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিকায় কোনো নারী ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রান। যার মধ্যে রয়েছে চার সেঞ্চুরি যা আরেকটি রেকর্ড। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরানকে লিডিং টি–টোয়েন্টি ক্রিকেটার ঘোষণা করেছে উইজডেন অ্যালমানাক। আর উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে তিনজনই সারের। গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, ড্যান ওরাল—এই তিন ক্রিকেটার সারেকে টানা তৃতীয়বার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে অবদান রেখেছেন। অপর দুই ক্রিকেটার হলেন হ্যাম্পশায়ারের লিয়াম ডসন ও ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন।

বছরের সেরা পারফরম্যান্সের কারণে উইজডেন ট্রফি পেয়েছেন মিচেল স্যান্টনার। ২০২৪-এর অক্টোবরে পুনেতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ১১৩ রানের জয়ে ১৩ উইকেট নেন স্যান্টনার। তিন ম্যাচের টেস্ট সিরিজে কিউইরা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ভারতকে। ঘরের মাঠে ভারত সেবারই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর ২১ ম্যাচে ৮৬ উইকেট নিয়েছেন। যার মধ্যে টেস্টে পেয়েছেন ৭১ উইকেট। বাকি ১৫ উইকেট নিয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের শিরোপা জয়ে অসাধারণ অবদান রাখায় বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কারও ওঠে তাঁর হাতে। বার্বাডোজে ২৯ জুনের সেই ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ডেথ ওভারের ভেলকি দারুণ কাজে দেয়।

২০২৪ সালে টেস্টে ৭১ উইকেট নিয়ে এক রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরা। টেস্টে এক বছরে ১৫-এর কম গড়ে ৫০ উইকেট নেওয়া তৃতীয় বোলার তিনি। গত বছর ১৪.৯২ গড়ে বোলিং করেছিলেন ভারতীয় এই পেসার। বুমরার আগে সিডনি বার্নস ১৯১২ সালে ও ১৯৮২ সালে ইমরান খান এমন কীর্তি গড়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত