Ajker Patrika

জিম্বাবুয়েও বুঝে গেছে, মুশফিকেরা দুর্বল কোথায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৭: ২৩
বাংলাদেশের একের পর এক উইকেট নিয়ে জিম্বাবুয়ের উদযাপন। ছবি: বিসিবি
বাংলাদেশের একের পর এক উইকেট নিয়ে জিম্বাবুয়ের উদযাপন। ছবি: বিসিবি

শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।

কয়েক ঘণ্টা বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রথম সেশন চলে যায় বৃষ্টির পেটে। লাঞ্চ বিরতির পর বেলা দেড়টায় শুরু হয় দিনের খেলা। কিন্তু খেলা শুরুর পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বসেছে জিম্বাবুয়ে। বলে কয়ে বাংলাদেশের উইকেট তুলে নিচ্ছেন জিম্বাবুয়ের বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪৪ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করেছে। লিড নিয়েছে ৮৫ রানের।

দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ১ উইকেটে ৫৮ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের উইকেট পড়তে অবশ্য বেশি সময় লাগেনি। ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে মুজারাবানির বলটা হঠাৎ লাফিয়ে ওঠে। যে বলটা জয় সহজেই ছাড়তে পারতেন, কী বলে স্পর্শ করতে গেলেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। এরপর দ্বিতীয় স্লিপে তালুবন্দী করেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। জয় ৬৫ বলে ৬ চারে ৩৩ রান করেন।

৩৩ রানে জয় যখন আউট হয়েছেন, বাংলাদেশের স্কোর তখন ১৯.৫ ওভারে ২ উইকেটে ৭৩ রান। স্বাগতিকেরা তখনো ৯ রান পিছিয়ে। এরপর তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৯১ বলে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত। ২৩তম ওভারে রিচার্ড এনগারাভার করা ওভারে তিনটি চার মেরেছেন শান্ত।

শুধু শান্তই নন, জিম্বাবুয়ের বোলারদের সাবলীলভাবে খেলতে থাকেন মুমিনুলও। বাংলাদেশের এই তৃতীয় উইকেটের জুটি ভেঙেছেন নিয়াউচি। ৩৫তম ওভারের শেষ বলে মুমিনুলকে কট বিহাইন্ড করেছেন নিয়াউচি। জিম্বাবুয়ের উইকেটরক্ষক নিয়াশা মায়াভো ক্যাচ ধরেন। ৮৪ বলে ৬ চারে মুমিনুল করেন ৪৭ রান। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার ফেরার পর উইকেটে আসেন মুশফিক। তবে মুশফিক উইকেটে টিকতে পেরেছেন কেবল ২০ বল। ৬ ফিট উচ্চতার মুজারাবানি একটু ব্যাক অব লেংথে বোলিং করেন। মুশফিক বলটা ডিফেন্ড করতে গেলে এজ হওয়া বল ক্যাচ ধরেন আরভিন। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার করেছেন কেবল ৪ রান।

মুশফিক ফেরার পর বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪১.৪ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান। তখনই চা পানের বিরতি দেওয়া হয়। ২০ মিনিট বিরতির পর খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক। শান্তর সঙ্গে জুটি বেঁধে এগোচ্ছেন জাকের। ৭৫ বলে ৪৭ রান করেছেন শান্ত। জাকেরের রান ৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত