বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ক্রীড়া ডেস্ক
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন। সব ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ২১ মে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়। এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। আর পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ তো ইঙ্গিত দিয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৫ মে ফয়সালাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে ফয়সালাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মে লাহোর
চতুর্থ টি-টোয়েন্টি ১ জুন লাহোর
পঞ্চম টি-টোয়েন্টি ৩ জুন লাহোর
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন। সব ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ২১ মে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়। এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। আর পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ তো ইঙ্গিত দিয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৫ মে ফয়সালাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে ফয়সালাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মে লাহোর
চতুর্থ টি-টোয়েন্টি ১ জুন লাহোর
পঞ্চম টি-টোয়েন্টি ৩ জুন লাহোর
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
২ ঘণ্টা আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা ৯ ম্যাচে টস হারের পর অবশেষে এবার জিতলেন লিটন। দলের একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। সিরিজ জয়ের পরের দুই ম্যাচে ছিলেন না একাদশে।
৩ ঘণ্টা আগে