ক্রীড়া ডেস্ক
টেস্ট অধিনায়কত্ব নিজ ইচ্ছায় ছেড়েছিলেন বিরাট কোহলি। তবে তাঁকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই)। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়ার দায়িত্বভার নেন রোহিত শর্মা। বর্তমান সময়ে দুজনেই ভারতের ব্যাটিং লাইন-আপের স্তম্ভ। রেকর্ড বইয়ে দুই ব্যাটারের লড়াইটাও বেশ দারুণ। একজন আরেকজনকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
তবে কোহলি ও রোহিতের এই লড়াই শুধু মাঠে নয় মাঠের বাইরেও নাকি চলে। বাস্তবেও দুজনের সম্পর্কের মধ্যে ঝামেলা চলছে, এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়। অধিনায়কত্বের রদবদলের পর গুঞ্জনটি আরও জোরালো হয়। কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নিলে সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে।
নিজেরা অবশ্য বহুবার জানিয়েছেন, দুজনের মধ্যে কোনো ঝামেলা নেই। বিসিসিআইয়ের পক্ষেও বলা হয়েছে তাঁদের সম্পর্ক ভালো। তবুও কোহলি-রোহিতের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে কথা ওঠে। এবার ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও জানিয়েছেন, বাস্তবে দুজনের মধ্যে কোনো লড়াই নেই। কোহলি ও রোহিতের সম্পর্ক ফাটলের যে গুঞ্জন শোনা যায় তা সমর্থকদের মনগড়া।
ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারের প্রতি এতটাই অনুগত যে, একে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন। ভক্তদের এমন ঈর্ষার কারণেই এ দুজনের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জন শোনা যায় বলে মনে করেন ধুমল, ‘আমরা কখনো রোহিত, কোহলিকে নিয়ে আলাদা করে ভাবিনি। সমর্থকদের আবেগের কারণে এ দু’জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সে জন্য ওদের লড়াইয়ের কথা বারবার সামনে আসে। সামাজিক মাধ্যমে তো যে যা খুশি বলতে পারে। কোনো বাধা নেই। এই একই জিনিস দেখা যেত সুনীল (গাভাস্কার) ও কপিলের (দেব) ক্ষেত্রে। পরে শচীন (টেন্ডুলকার) এবং সৌরভকে (গাঙ্গুলি) নিয়েও এমন ঘটনা ঘটে। আসলে সামাজিক মাধ্যমে যে কোনো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট আকার দেওয়া হয়।’
ভারতীয় ক্রিকেটে তারকা খেলোয়াড়ের কমতি নেই। অতীতের সুনীল গাভাস্কার-কপিল দেব থেকে শুরু করে এখনকার রোহিত-কোহলিরা; মাঝে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মাহেন্দ্র সিং ধোনিরাও ছিলেন। এসব তারকা ক্রিকেটারদের নিয়েও আগে এমনটা শোনা যেত। তবে ক্রিকেটাররা এমন গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অসংখ্যবার।
টেস্ট অধিনায়কত্ব নিজ ইচ্ছায় ছেড়েছিলেন বিরাট কোহলি। তবে তাঁকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই)। তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়ার দায়িত্বভার নেন রোহিত শর্মা। বর্তমান সময়ে দুজনেই ভারতের ব্যাটিং লাইন-আপের স্তম্ভ। রেকর্ড বইয়ে দুই ব্যাটারের লড়াইটাও বেশ দারুণ। একজন আরেকজনকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
তবে কোহলি ও রোহিতের এই লড়াই শুধু মাঠে নয় মাঠের বাইরেও নাকি চলে। বাস্তবেও দুজনের সম্পর্কের মধ্যে ঝামেলা চলছে, এমন গুঞ্জন প্রায়ই শোনা যায়। অধিনায়কত্বের রদবদলের পর গুঞ্জনটি আরও জোরালো হয়। কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নিলে সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে।
নিজেরা অবশ্য বহুবার জানিয়েছেন, দুজনের মধ্যে কোনো ঝামেলা নেই। বিসিসিআইয়ের পক্ষেও বলা হয়েছে তাঁদের সম্পর্ক ভালো। তবুও কোহলি-রোহিতের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে কথা ওঠে। এবার ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলও জানিয়েছেন, বাস্তবে দুজনের মধ্যে কোনো লড়াই নেই। কোহলি ও রোহিতের সম্পর্ক ফাটলের যে গুঞ্জন শোনা যায় তা সমর্থকদের মনগড়া।
ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারের প্রতি এতটাই অনুগত যে, একে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন। ভক্তদের এমন ঈর্ষার কারণেই এ দুজনের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জন শোনা যায় বলে মনে করেন ধুমল, ‘আমরা কখনো রোহিত, কোহলিকে নিয়ে আলাদা করে ভাবিনি। সমর্থকদের আবেগের কারণে এ দু’জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সে জন্য ওদের লড়াইয়ের কথা বারবার সামনে আসে। সামাজিক মাধ্যমে তো যে যা খুশি বলতে পারে। কোনো বাধা নেই। এই একই জিনিস দেখা যেত সুনীল (গাভাস্কার) ও কপিলের (দেব) ক্ষেত্রে। পরে শচীন (টেন্ডুলকার) এবং সৌরভকে (গাঙ্গুলি) নিয়েও এমন ঘটনা ঘটে। আসলে সামাজিক মাধ্যমে যে কোনো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট আকার দেওয়া হয়।’
ভারতীয় ক্রিকেটে তারকা খেলোয়াড়ের কমতি নেই। অতীতের সুনীল গাভাস্কার-কপিল দেব থেকে শুরু করে এখনকার রোহিত-কোহলিরা; মাঝে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মাহেন্দ্র সিং ধোনিরাও ছিলেন। এসব তারকা ক্রিকেটারদের নিয়েও আগে এমনটা শোনা যেত। তবে ক্রিকেটাররা এমন গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অসংখ্যবার।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে