নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।
তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল। সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে। আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’
পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’
এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।
তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল। সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে। আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’
পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’
এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!
ফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
১২ মিনিট আগেমুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
১ ঘণ্টা আগেসিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি। মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে...
২ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
২ ঘণ্টা আগে