মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপমহাদেশের ক্রিকেট দলগুলোকে যে ‘লড়াই’ করতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গেও। ভালো সময়ে যেমন ভক্ত-সমর্থকেরা প্রশংসায় ভাসিয়ে দেন, তেমনি খারাপ সময় এলে দেখা যায় ভিন্ন চিত্র। ‘মাথায় তুলে নাচার’ পরিবর্তে চলে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুরোধ, কঠিন পরিস্থিতিতেও সবাই যেন পাশে থাকেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এরই মধ্যে চলে গেছে যুক্তরাষ্ট্রে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে, সেখানে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। সাকিব আল হাসানদের সঙ্গে ছবিও তুলেছেন অনেকে। শান্তর কাছে এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি যে সিরিজ চালু করেছে, সেই ধারাবাহিকতায় আজ প্রচারিত হলো শান্তর সাক্ষাৎকার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে যখন ভক্ত-সমর্থকেরা সমর্থন দেন, এটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার। বাড়তি অনুপ্রেরণা এটা। আমাদের দেশের প্রত্যেক মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, ক্রিকেটের পাশে থাকেন, অবশ্যই দলকে অনুপ্রাণিত করে। বাড়তি চাওয়া বলতে বিশ্বকাপের সময় এতটুকু চাইব যে আল্লাহ না করুক, কোনো বাজে অবস্থায় যদি পড়ি, সে সময় যেন দলের পাশে থাকেন। দলকে সমর্থন দেন।’
আইসিসির কোনো ইভেন্ট যখন চলে আসে, তখন টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা কেমন তা জানতে মুখিয়ে থাকেন অনেকেই। চলতি বছরের এপ্রিলে সংবাদমাধ্যমকে শান্ত জানিয়েছিলেন যে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়। তাঁর কণ্ঠে আজও শোনা গেল একই সুর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই তো স্বপ্ন থাকে। আমরা যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই, তখন বড় স্বপ্ন নিয়েই যাই। তবে ফল নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রক্রিয়া, প্রস্তুতি ঠিক আছে কি না, এই জায়গায় যদি ঠিকভাবে কাজগুলো করতে পারি, তাহলে মনে হয় ফলটা আসবে। চূড়ান্ত লক্ষ্য তো আমরা সবাই জানি যে দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই। যেগুলো আমরা কখনো অতীতে করতে পারিনি, তেমন ফল করতে চাই।’
আরও পড়ুন:
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপমহাদেশের ক্রিকেট দলগুলোকে যে ‘লড়াই’ করতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গেও। ভালো সময়ে যেমন ভক্ত-সমর্থকেরা প্রশংসায় ভাসিয়ে দেন, তেমনি খারাপ সময় এলে দেখা যায় ভিন্ন চিত্র। ‘মাথায় তুলে নাচার’ পরিবর্তে চলে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুরোধ, কঠিন পরিস্থিতিতেও সবাই যেন পাশে থাকেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এরই মধ্যে চলে গেছে যুক্তরাষ্ট্রে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে, সেখানে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। সাকিব আল হাসানদের সঙ্গে ছবিও তুলেছেন অনেকে। শান্তর কাছে এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি যে সিরিজ চালু করেছে, সেই ধারাবাহিকতায় আজ প্রচারিত হলো শান্তর সাক্ষাৎকার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেশের বাইরে যখন ভক্ত-সমর্থকেরা সমর্থন দেন, এটা তো একটা রোমাঞ্চকর ব্যাপার। বাড়তি অনুপ্রেরণা এটা। আমাদের দেশের প্রত্যেক মানুষ যেভাবে ক্রিকেট অনুসরণ করেন, ক্রিকেটের পাশে থাকেন, অবশ্যই দলকে অনুপ্রাণিত করে। বাড়তি চাওয়া বলতে বিশ্বকাপের সময় এতটুকু চাইব যে আল্লাহ না করুক, কোনো বাজে অবস্থায় যদি পড়ি, সে সময় যেন দলের পাশে থাকেন। দলকে সমর্থন দেন।’
আইসিসির কোনো ইভেন্ট যখন চলে আসে, তখন টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা কেমন তা জানতে মুখিয়ে থাকেন অনেকেই। চলতি বছরের এপ্রিলে সংবাদমাধ্যমকে শান্ত জানিয়েছিলেন যে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়। তাঁর কণ্ঠে আজও শোনা গেল একই সুর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই তো স্বপ্ন থাকে। আমরা যখন বড় টুর্নামেন্ট খেলতে যাই, তখন বড় স্বপ্ন নিয়েই যাই। তবে ফল নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রক্রিয়া, প্রস্তুতি ঠিক আছে কি না, এই জায়গায় যদি ঠিকভাবে কাজগুলো করতে পারি, তাহলে মনে হয় ফলটা আসবে। চূড়ান্ত লক্ষ্য তো আমরা সবাই জানি যে দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই। যেগুলো আমরা কখনো অতীতে করতে পারিনি, তেমন ফল করতে চাই।’
আরও পড়ুন:
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে