Ajker Patrika

সব সংস্করণের জন্য নিজেকে তৈরি করছেন অঙ্কন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৫, ১৭: ১৩
সব সংস্করণের জন্য নিজেকে তৈরি করছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি: বিসিবি
সব সংস্করণের জন্য নিজেকে তৈরি করছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি: বিসিবি

কয়েক মৌসুম ধরে ঘরোয়া লিগে দারুণ খেলছেন মাহিদুল ইসলাম অঙ্কন। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেকও হয় এ উইকেটরক্ষক-ব্যাটারের। সেই টেস্টে এক ইনিংসে ২৯, আরেক ইনিংসে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন। এক ম্যাচ দিয়েই নিশ্চয়ই বিবেচনা করা যথার্থ হবে না। তবে অঙ্কন নিজেকে প্রস্তুত করছেন সব সংস্করণের জন্যই। সুযোগ পেলে নিংড়ে দিতে চান নিজেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের সিরিজেও তাঁর ব্যাট থেকে ঝরছে রানের ফুলঝুরি।

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অঙ্কন করেছিলেন অপরাজিত ৪২। দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন ঝলমলে এক সেঞ্চুরি (১০৫)। চার দিনের প্রথম ম্যাচ দল হারলেও ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে একাই লড়ে গেছেন। অপরাজিত থাকেন ১৬৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে। ২১ মে থেকে মিরপুরে শুরু হবে চার দিনের দ্বিতীয় ম্যাচ। অঙ্কন জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ঘুরে দাঁড়ানো।

আজ মিরপুরে ‘এ’ দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে অঙ্কন বলেন, ‘দল হিসেবে আমরা সিরিজটা খেলছি। খুব ভালোভাবে শুরু করেছি। ওয়ানডে সিরিজে ভালো খেলেই জিতেছি। যদিও প্রথম চার দিনের ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। আমাদের পরিকল্পনা ছিল ভিন্ন, দ্বিতীয় টেস্টে ভালোভাবে ফিরতে পারব বলে আমরা আশাবাদী।’

সিলেট ও মিরপুরের উইকেট প্রসঙ্গেও কথা বলেন অঙ্কন, ‘ক্রিকেটে উইকেট অনেক বড় ফ্যাক্টর। সিলেটে আমরা অনেক দিন ধরে ছিলাম, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। মিরপুরের উইকেট সম্পর্কে আমরা সবাই জানি। কী ধরনের কন্ডিশন ও চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়েও ধারণা আছে। আমাদের লক্ষ্য সব সময়ই ম্যাচ জেতা। প্রথম ম্যাচে আমাদের ম্যাচ পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন না করায় ওরা ফিরে এসেছে।’

প্রতিনিয়ত নিজের ক্রিকেটীয় দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন অঙ্কন। এ উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমি চেষ্টা করছি যেকোনো সংস্করণে যেন ভালো খেলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করছি। যাতে যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারি। নিজের স্কিলে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি। অনেক দূর যেতে হবে এখনো। তবে আমি আশাবাদী, সামনে আরও ভালো কিছু করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত