ক্রীড়া ডেস্ক
২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরে দাঁড়াচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তাঁর কথায়, বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনই।
ভারত ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজন করার কথা, যা টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। তবে এ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সময় হিসেবে নির্ধারিত আছে টুর্নামেন্ট আয়োজনের।
আজ এক বিবৃতিতে দেবজিত সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি ইভেন্ট নিয়ে কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকে কিছু লিখেও জানায়নি। এখন আমাদের মূল মনোযোগ আইপিএল ও পরবর্তী ইংল্যান্ড সিরিজ (পুরুষ ও মহিলা) নিয়ে।’
দেবজিত আরও জানিয়েছেন, ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ এবং জুনে শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ নিয়েও বিসিসিআই এখনো কোনো কিছু চূড়ান্ত করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।
২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরে দাঁড়াচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তাঁর কথায়, বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনই।
ভারত ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজন করার কথা, যা টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। তবে এ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সময় হিসেবে নির্ধারিত আছে টুর্নামেন্ট আয়োজনের।
আজ এক বিবৃতিতে দেবজিত সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি ইভেন্ট নিয়ে কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকে কিছু লিখেও জানায়নি। এখন আমাদের মূল মনোযোগ আইপিএল ও পরবর্তী ইংল্যান্ড সিরিজ (পুরুষ ও মহিলা) নিয়ে।’
দেবজিত আরও জানিয়েছেন, ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ এবং জুনে শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ নিয়েও বিসিসিআই এখনো কোনো কিছু চূড়ান্ত করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।
২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
১১ মিনিট আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৩৫ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৪৪ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
১ ঘণ্টা আগে