ক্রীড়া ডেস্ক
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তবে সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশে নেই এই বাঁহাতি ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—সেই ইমনকে তালিকায় না দেখে। একটু দেরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের ঝুঁকি এড়াতে মূলত ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই। কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন এই ওপেনার।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিম ইকবালের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। ৯ বছর পর ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাটিং করার সময় বাঁ কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি।
ইমনের জায়গায় সে ম্যাচে ফিল্ডিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ একাদশেও ফিরছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবি আরও জানায়, আজ ইমন একটি ফিটনেস পরীক্ষা দেন এবং ম্যাচে খেলতে ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে সতর্কভাবে পর্যালোচনার পর, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে, সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আরও সময় দেওয়া হবে। এ আজকের ম্যাচের দলে রাখা হয়নি।
আগের ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়েন ইমন। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও। ইমন এই কীর্তি গড়েছেন ২২ বছর বয়সে। ধর্মশালায় ২০১৬ সালে তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ওমানের বিপক্ষে সে ম্যাচে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন সাবেক অধিনায়ক।
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তবে সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশে নেই এই বাঁহাতি ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—সেই ইমনকে তালিকায় না দেখে। একটু দেরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের ঝুঁকি এড়াতে মূলত ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই। কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন এই ওপেনার।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিম ইকবালের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। ৯ বছর পর ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাটিং করার সময় বাঁ কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি।
ইমনের জায়গায় সে ম্যাচে ফিল্ডিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ একাদশেও ফিরছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবি আরও জানায়, আজ ইমন একটি ফিটনেস পরীক্ষা দেন এবং ম্যাচে খেলতে ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে সতর্কভাবে পর্যালোচনার পর, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে, সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আরও সময় দেওয়া হবে। এ আজকের ম্যাচের দলে রাখা হয়নি।
আগের ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়েন ইমন। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও। ইমন এই কীর্তি গড়েছেন ২২ বছর বয়সে। ধর্মশালায় ২০১৬ সালে তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ওমানের বিপক্ষে সে ম্যাচে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন সাবেক অধিনায়ক।
১৯তম ওভারের শেষ বলে হতে পারত ১ রান। কিন্তু শরীফুলের স্টাম্প ভাঙার চেষ্টায় স্টাম্পের ছোঁয়া না পেয়ে বল বাউন্ডারির বাইরে। আসে ৫ রান। তখন মাথা নিচু করে মাটিতে বসে পড়েছেন ফিল্ডার শরীফুল—ম্যাচটাই কি হাত ছাড়া হয়ে গেল!
৩ ঘণ্টা আগেসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দু শ পেরোতে না পারলেও পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ১৯১ রান তুলেছিল বাংলাদেশ। আজ ইমন খেলেননি। হয়নি কোনো সেঞ্চুরিও। তবে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দু শ ছাড়িয়ে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য পরে ব্যাটিংয়ে নামা স্বাগতিক আরব আমিরাতকে...
৪ ঘণ্টা আগেক্লাব ফুটবলের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। ব্যালন ডি’অর কার হাতে উঠবে এবার, সে আলোচনাও এরই মধ্যে শুরু হয়ে গেছে। স্বীকৃতির পুরস্কার যাঁর হাতে উঠুক, তবে এ পুরস্কার ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা। আগামী ২২ সেপ্টেম্বর দেওয়া হবে চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার।
৭ ঘণ্টা আগেশারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি সফরকারীদের। একটি ম্যাচ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সামনেও সুযোগ আছে সমতায় ফেরার। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ
৭ ঘণ্টা আগে