Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইয়াসির-শাদাব নেই কেন, প্রশ্ন ইনজামামের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

টেস্ট ক্রিকেটে ১১ বারের দেখায় এখনো পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। যে একবার প্রবল সম্ভাবনা জেগেছিল, সেটি একক প্রচেষ্টায় তছনছ করে দেন ইনজামাম-উল-হক। 

২০০৩ সালের ৬ সেপ্টেম্বর ইনজামামের ‘মুলতানের সুলতান’ হয়ে ওঠা ১৩৮ রানের হার না মানা ইনিংসে কাঁদতে হয়েছিল খালেদ মাহমুদ সুজন-হাবিবুল বাশার সুমনদের। নয়তো সে দিনই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেত বাংলাদেশ। 

এরপর ১৭ বছরে আরও দুই দল আরও ছয়টি টেস্ট খেললেও পাঁচটিতেই অনায়াস জয় পেয়েছে পাকিস্তান, একটি হয়েছে ড্র। 

অবশেষে গতকাল শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে সত্যিকারের লড়াই করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে উপেক্ষিত লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করেই বিপর্যয় কাটিয়ে দিনটা নিজেদের করে নিয়েছে রাসেল ডমিঙ্গোর দল। তাঁদের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ দিন করেছে ৪ উইকেটে ২৫৩ রানে। কাল দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি পাকিস্তান। 
 
দুর্দান্ত দিন পার করায় বাংলাদেশের ব্যাটারদের প্রশংসাই করেছেন ‘মুলতানের মহানায়ক’ ইনজামাম। পাশাপাশি পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর সমালোচনা করতেও ছাড়েননি তিনি। 

নিজের ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে আলোচনা করেছেন ৫১ বছর বয়সী ইনজামাম। বলেছেন, ‘শুরুতেই ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের দুই ব্যাটার যেভাবে লড়াই করেছে, অবশ্যই প্রশংসার প্রাপ্য। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা দারুণ খেলেছে। আমি মনে হয়, পাকিস্তান ইয়াসির শাহর অভাব বোধ করেছে। জানি না কেন তাকে বাদ দেওয়া হয়েছে।’ 

দলে থাকা দুই স্পিনারের সমালোচনা করে ইনজামাম আরও বলেন, ‘বর্তমান দলের স্পিনার নোমান ও সাজিদের অনভিজ্ঞ। অনভিজ্ঞতার কারণেই শুরুতে চার উইকেট পড়ার পর তারা ছন্দ ধরে রাখতে পারেনি। এই জায়গায় শাদাব খানকে নেওয়ার কথাও ভাবতে পারত টিম ম্যানেজমেন্ট।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত