Ajker Patrika

শোয়েব আখতারের কাছে শিখতে চান বাংলাদেশের গতিতারকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮: ০৯
Thumbnail image
পিএসএলে নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। ছবি: ফেসবুক

ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং। গতির সঙ্গে বাউন্সারটা তো রয়েছেই। নাহিদ রানা এভাবেই ব্যাটারদের কাবু করছেন নিয়মিত। বাংলাদেশের তরুণ পেসার এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন।

২০২৫ পিএসএলের ড্রাফট থেকে নাহিদ রানাকে গতকাল নিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে প্রথমবারের মতো সুযোগ পেলেন বিদেশের কোনো লিগে। ছন্দে থাকা এই পেসারের পিএসএলে দল পাওয়া বেশ সাড়া ফেলে দিয়েছে। পিএসএলে দল পাওয়া নিয়ে নিজের অনুভূতির কথা গতকাল শুনিয়েছেন তিনি। রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে নাহিদ কথা বলার সময় সতীর্থ ও দলের লোকেরা ‘জালমি ভাই’ বলেছেন বারবার। নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির মাইলফলক পেরোনোর রেকর্ডও আছে নাহিদ রানার। এমন এক দেশে তিনি খেলার সুযোগ পান, যে দেশে আছেন শোয়েব আখতারের মতো গতিতারকা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন নাহিদ রানা।২২ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’

ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা শোয়েবেরই আছে। সেই রেকর্ড ভাঙার ব্যাপারে জিজ্ঞেস করা হলে নাহিদের উত্তর, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলছেন নাহিদ রানা। রংপুর যে সাত ম্যাচের সাতটিতে জিতেছে, তাতে তাঁর দারুণ অবদান রয়েছে। গতি-বাউন্সারে ব্যাটারদের কাবু করছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিচ্ছেন। পিএসএল নয়, এই মুহূর্তে তাঁর ধ্যানজ্ঞান শুধুই বিপিএল নিয়ে। নাহিদ রানা বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

রংপুর রাইডার্সের সাত ম্যাচের সাতটিতেই একাদশে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা এখনো তাদের। প্লে অফ খেলা এখন রংপুরে জন্য স্রেফ সময়ের ব্যাপার। নাহিদ বলেন,‘রংপুর রাইডার্সের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। যে কয় ম্যাচ সুযোগ পাব, সর্বোচ্চটা দেব। দেশবাসী যেন আমার জন্য দোয়া করে এবং খারাপ সময়ে পাশে থাকে, এটাই চাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত