নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং। গতির সঙ্গে বাউন্সারটা তো রয়েছেই। নাহিদ রানা এভাবেই ব্যাটারদের কাবু করছেন নিয়মিত। বাংলাদেশের তরুণ পেসার এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন।
২০২৫ পিএসএলের ড্রাফট থেকে নাহিদ রানাকে গতকাল নিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে প্রথমবারের মতো সুযোগ পেলেন বিদেশের কোনো লিগে। ছন্দে থাকা এই পেসারের পিএসএলে দল পাওয়া বেশ সাড়া ফেলে দিয়েছে। পিএসএলে দল পাওয়া নিয়ে নিজের অনুভূতির কথা গতকাল শুনিয়েছেন তিনি। রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে নাহিদ কথা বলার সময় সতীর্থ ও দলের লোকেরা ‘জালমি ভাই’ বলেছেন বারবার। নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’
ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির মাইলফলক পেরোনোর রেকর্ডও আছে নাহিদ রানার। এমন এক দেশে তিনি খেলার সুযোগ পান, যে দেশে আছেন শোয়েব আখতারের মতো গতিতারকা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন নাহিদ রানা।২২ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’
ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা শোয়েবেরই আছে। সেই রেকর্ড ভাঙার ব্যাপারে জিজ্ঞেস করা হলে নাহিদের উত্তর, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলছেন নাহিদ রানা। রংপুর যে সাত ম্যাচের সাতটিতে জিতেছে, তাতে তাঁর দারুণ অবদান রয়েছে। গতি-বাউন্সারে ব্যাটারদের কাবু করছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিচ্ছেন। পিএসএল নয়, এই মুহূর্তে তাঁর ধ্যানজ্ঞান শুধুই বিপিএল নিয়ে। নাহিদ রানা বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’
রংপুর রাইডার্সের সাত ম্যাচের সাতটিতেই একাদশে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা এখনো তাদের। প্লে অফ খেলা এখন রংপুরে জন্য স্রেফ সময়ের ব্যাপার। নাহিদ বলেন,‘রংপুর রাইডার্সের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। যে কয় ম্যাচ সুযোগ পাব, সর্বোচ্চটা দেব। দেশবাসী যেন আমার জন্য দোয়া করে এবং খারাপ সময়ে পাশে থাকে, এটাই চাওয়া।’
ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং। গতির সঙ্গে বাউন্সারটা তো রয়েছেই। নাহিদ রানা এভাবেই ব্যাটারদের কাবু করছেন নিয়মিত। বাংলাদেশের তরুণ পেসার এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন।
২০২৫ পিএসএলের ড্রাফট থেকে নাহিদ রানাকে গতকাল নিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে প্রথমবারের মতো সুযোগ পেলেন বিদেশের কোনো লিগে। ছন্দে থাকা এই পেসারের পিএসএলে দল পাওয়া বেশ সাড়া ফেলে দিয়েছে। পিএসএলে দল পাওয়া নিয়ে নিজের অনুভূতির কথা গতকাল শুনিয়েছেন তিনি। রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে নাহিদ কথা বলার সময় সতীর্থ ও দলের লোকেরা ‘জালমি ভাই’ বলেছেন বারবার। নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’
ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির মাইলফলক পেরোনোর রেকর্ডও আছে নাহিদ রানার। এমন এক দেশে তিনি খেলার সুযোগ পান, যে দেশে আছেন শোয়েব আখতারের মতো গতিতারকা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন নাহিদ রানা।২২ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’
ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা শোয়েবেরই আছে। সেই রেকর্ড ভাঙার ব্যাপারে জিজ্ঞেস করা হলে নাহিদের উত্তর, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলছেন নাহিদ রানা। রংপুর যে সাত ম্যাচের সাতটিতে জিতেছে, তাতে তাঁর দারুণ অবদান রয়েছে। গতি-বাউন্সারে ব্যাটারদের কাবু করছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিচ্ছেন। পিএসএল নয়, এই মুহূর্তে তাঁর ধ্যানজ্ঞান শুধুই বিপিএল নিয়ে। নাহিদ রানা বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’
রংপুর রাইডার্সের সাত ম্যাচের সাতটিতেই একাদশে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা এখনো তাদের। প্লে অফ খেলা এখন রংপুরে জন্য স্রেফ সময়ের ব্যাপার। নাহিদ বলেন,‘রংপুর রাইডার্সের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। যে কয় ম্যাচ সুযোগ পাব, সর্বোচ্চটা দেব। দেশবাসী যেন আমার জন্য দোয়া করে এবং খারাপ সময়ে পাশে থাকে, এটাই চাওয়া।’
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
১ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
২ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
৩ ঘণ্টা আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
৩ ঘণ্টা আগে