ক্রীড়া ডেস্ক
রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।
সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।
এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।
এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।
সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।
এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।
এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
প্রায় ৩ বছর পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
৬ মিনিট আগেপ্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে দুর্দান্ত। লাহোর কালান্দার্সের জার্সিতে পরশু ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক দিন পর আজ আবার লাহোরের ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস।
২ ঘণ্টা আগেবিসিবির মাঠে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ না পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে অসন্তোষ।। বিসিবির মাঠকর্মীদের আচরণ ও অনুশীলনে বাধা দেওয়ার অভিযোগ শোনা যায় প্রায়ই। কখনো অনুমতি ছাড়াই অনুশীলন থামিয়ে দেওয়া, কখনোবা আগে থেকেই অনুশীলন করতে আসা ক্রিকেটারদের ফেরত পাঠানো হয়।
৩ ঘণ্টা আগে