Ajker Patrika

রেকর্ড জয়েই বিশ্বকাপ বাছাই শুরু জ্যোতিদের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৬: ৩৯
সেঞ্চুরির পর নিগার সুলতানা জ্যোতি। ছবি: আইসিসি
সেঞ্চুরির পর নিগার সুলতানা জ্যোতি। ছবি: আইসিসি

রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।

রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।

দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।

সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।

এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।

এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।

৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত