ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে। ফাইনালও তারা সেখানে খেলবে। এক রকম নিজেদের ডেরাই বানিয়ে ফেলল।
বিপরীতে অন্য দলগুলো পাকিস্তান থেকে দুবাই গিয়ে খেলতে হচ্ছে। শুধু পাকিস্তানেও যারা খেলেছে—করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অদল-বদল করে খেলতে হচ্ছে। ভারত ছাড়া সব দলকেই ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্র্যাকটিস গ্রাউন্ড, টিম হোটেল, ভ্রমণ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারতীয় দলের এসব কিছুরই মুখোমুখি হতে হয়নি। একই জায়গায় অবস্থান তাদের।
তাই তো নাসের হুসেন, মাইকেল আথারটন, ভিভ রিচার্ডসরা বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ফন ডার ডুসেনও বলেছেন কয়েক দিন আগে, ‘(ভারতকে সুবিধা দেওয়া হয়েছে) এটা বুঝতে রকেট সায়েন্স হওয়ার দরকার নেই। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাছেই প্রশ্ন—একই ভেন্যুতে খেলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। স্মিথ অবশ্য এই ব্যাপারে আপত্তি জানাননি। ভারতকে যোগ্য দল হিসেবেই ফাইনাল উঠেছে বললেন স্মিথ, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে। ফাইনালও তারা সেখানে খেলবে। এক রকম নিজেদের ডেরাই বানিয়ে ফেলল।
বিপরীতে অন্য দলগুলো পাকিস্তান থেকে দুবাই গিয়ে খেলতে হচ্ছে। শুধু পাকিস্তানেও যারা খেলেছে—করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অদল-বদল করে খেলতে হচ্ছে। ভারত ছাড়া সব দলকেই ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্র্যাকটিস গ্রাউন্ড, টিম হোটেল, ভ্রমণ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারতীয় দলের এসব কিছুরই মুখোমুখি হতে হয়নি। একই জায়গায় অবস্থান তাদের।
তাই তো নাসের হুসেন, মাইকেল আথারটন, ভিভ রিচার্ডসরা বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ফন ডার ডুসেনও বলেছেন কয়েক দিন আগে, ‘(ভারতকে সুবিধা দেওয়া হয়েছে) এটা বুঝতে রকেট সায়েন্স হওয়ার দরকার নেই। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাছেই প্রশ্ন—একই ভেন্যুতে খেলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। স্মিথ অবশ্য এই ব্যাপারে আপত্তি জানাননি। ভারতকে যোগ্য দল হিসেবেই ফাইনাল উঠেছে বললেন স্মিথ, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৫ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৫ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৫ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৬ ঘণ্টা আগে