টেস্ট ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গড় বললেই ডন ব্র্যাডম্যানের কথায় সবার মাথায় আসে। ক্রিকেটের যে কটি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব এর মধ্যে সবচেয়ে উপরের দিকে আছে ব্র্যাডম্যানের টেস্ট গড় ৯৯.৯৪।
একইভাবে এই মুহূর্তে যদি টেস্ট ক্রিকেটের সবচেয়ে ‘অখ্যাত’ গড়ের তালিকা করা করা যায় তাহলে সবার উপরে থাকবে এক বাংলাদেশির নাম। খেলোয়াড়ের নাম ইবাদত হোসেন। যার টেস্ট গড় ১ এরও নিচে—০.৮০
১৪ টেস্টে ২১ বার ব্যাটিংয়ে নামতে হয়েছে ইবাদতকে। যদিও তাঁর মূল কাজটা বল হাতে। কিন্তু ব্যাটারদের বল হাতে না তুলে নিলেও চলে তবে বোলারদের ব্যাটিংয়ে নামতেই হয়। ইবাদতকেও তাই প্রায় প্রতিটি টেস্টেই ব্যাটিংয়ে নামতে হয়েছে কখনো কখনো দুই ইনিংসেই নামতে হয়েছে। এর মধ্যে ১৭ বারই খুলতে পারেননি রানের খাতা, খুলেছেন ৪ বার। এই চারবার মিলিয়ে রান করেছেন ৮, সর্বোচ্চ ৪।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ছক্কা মারতে গিয়ে ফিরেছেন শূন্য রানে। ভাগ্যিস কয়েকটা ইনিংসে ০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছিল। এরপরও এক বিরল রেকর্ড গড়ে ফেলেছেন এই পেসার। ১০ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে ইবাদতের চেয়ে কম গড় টেস্ট ইতিহাসে আর কারোর নেই।
টেস্ট ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত গড় বললেই ডন ব্র্যাডম্যানের কথায় সবার মাথায় আসে। ক্রিকেটের যে কটি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব এর মধ্যে সবচেয়ে উপরের দিকে আছে ব্র্যাডম্যানের টেস্ট গড় ৯৯.৯৪।
একইভাবে এই মুহূর্তে যদি টেস্ট ক্রিকেটের সবচেয়ে ‘অখ্যাত’ গড়ের তালিকা করা করা যায় তাহলে সবার উপরে থাকবে এক বাংলাদেশির নাম। খেলোয়াড়ের নাম ইবাদত হোসেন। যার টেস্ট গড় ১ এরও নিচে—০.৮০
১৪ টেস্টে ২১ বার ব্যাটিংয়ে নামতে হয়েছে ইবাদতকে। যদিও তাঁর মূল কাজটা বল হাতে। কিন্তু ব্যাটারদের বল হাতে না তুলে নিলেও চলে তবে বোলারদের ব্যাটিংয়ে নামতেই হয়। ইবাদতকেও তাই প্রায় প্রতিটি টেস্টেই ব্যাটিংয়ে নামতে হয়েছে কখনো কখনো দুই ইনিংসেই নামতে হয়েছে। এর মধ্যে ১৭ বারই খুলতে পারেননি রানের খাতা, খুলেছেন ৪ বার। এই চারবার মিলিয়ে রান করেছেন ৮, সর্বোচ্চ ৪।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ছক্কা মারতে গিয়ে ফিরেছেন শূন্য রানে। ভাগ্যিস কয়েকটা ইনিংসে ০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছিল। এরপরও এক বিরল রেকর্ড গড়ে ফেলেছেন এই পেসার। ১০ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে ইবাদতের চেয়ে কম গড় টেস্ট ইতিহাসে আর কারোর নেই।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৪ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৫ ঘণ্টা আগে