Ajker Patrika

কোন নিয়মে ফারুক-ফাহিম বিসিবিতে, এনএসসির ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৭: ৪২
কোন নিয়মে ফারুক-ফাহিম বিসিবিতে, এনএসসির ব্যাখ্যা

সরকার পরিবর্তনের সঙ্গে বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বও। নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষে এখন বিসিবির নেতৃত্বে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ৷ তাঁর সঙ্গে বোর্ডে এসেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। দুজনের অন্তর্ভুক্তিতে বিসিবির বাইরে চলে গেছেন দুজন পরিচালক ৷ এঁর মধ্যে কথা উঠেছে আহমেদ সাজ্জাদুল আলম ববির বোর্ডের বাইরে চলে যাওয়ার বিষয়টি, যেহেতু তিনি নিজে থেকে পদত্যাগ করেননি।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গঠনতন্ত্র ঠিকঠাক মেনেই সব করা হয়েছে। আজ এনএসসি তাদের ব্যাখ্যায় বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এর আগে পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়। তাঁদের মধ্যে জালাল ইউনুস ২০২৪ সালের ১৯ আগস্ট পদত্যাগ করলে সেই শূন্য পদে নাজমল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়ায় তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে।’ এনএসসির ব্যাখ্যায় আরও বলা হয়, এই মনোনয়ন ফিলোসফি অব জুডিসপ্রুডেন্সের ভিত্তিতে প্রচলিত বিধিবিধানের সর্বোচ্চ সতর্ক প্রয়োগের মাধ্যমে করা হয়েছে। 

আরেক পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পদ শূন্য হয়ে যায়। জানা গেছে, এই শূন্যস্থান পূরণ করতে পারেন ফাহিম। আর আগামী ৩০ আগস্টের মধ্যে হতে পারে আরেকটি পরিচালনা পরিষদের সভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত