আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল করার ঘটনা যেন এখন বেশ পরিচিত দৃশ্য। কোনো সিরিজ শুরুর ঠিক আগে আগেই ঘটে এমন ঘটনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আগস্টে। ম্যাচ হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে। আফগানিস্তানের আয়োজনে সম্ভাব্য ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সিএ এই সিরিজ (অস্ট্রেলিয়া-আফগানিস্তান) বাতিলের কারণ হিসেবে জানিয়েছে, আফগানিস্তানে নারীদের মানবাধিকার নিয়ে তারা চিন্তিত। এক বিবৃতিতে সিএ বলেছে, ‘গত ১২ মাসে সিএ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছে। সরকারের পরামর্শ হচ্ছে যে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ কারণেই আমরা আগের অবস্থাতেই থাকছি ও দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করছি। ক্রিকেটে বিশ্বব্যাপী নারীদের অংশগ্রহণ নিয়ে সিএ খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সক্রিয়ভাবে আইসিসিকে এখানে জড়ানোর চেষ্টা করছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব দ্বিপক্ষীয় সিরিজ ভবিষ্যতে আবার কীভাবে আয়োজন করা যায়।’
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানের কোনো নারী ক্রিকেট দল। ২০২১ সালে সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় আসার পর তাদের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আগের দুই বারের সিরিজ বাতিলের কারণও এটাই। সেই সিরিজ দুটির একটি হলো ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট। এরপর ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে মার্চে হওয়ার কথা ছিল আফগানিস্তান-অস্ট্রেলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরই পরিপ্রেক্ষিতে তখন বিগ ব্যাশে না খেলার হুমকিও দিয়েছিলেন তখন।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও অস্ট্রেলিয়া-আফগানিস্তান আইসিসি ইভেন্টে নিয়মিত মুখোমুখি হচ্ছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে খেলেছে দল দুটি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দল দুটি। গত বছর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের সময়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাভিন উল হক লিখেছিলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চায় না। এখন দেখার বিষয় বিশ্বকাপে অস্ট্রেলিয়া কী করে।’
আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল করার ঘটনা যেন এখন বেশ পরিচিত দৃশ্য। কোনো সিরিজ শুরুর ঠিক আগে আগেই ঘটে এমন ঘটনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আগস্টে। ম্যাচ হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যুতে। আফগানিস্তানের আয়োজনে সম্ভাব্য ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সিএ এই সিরিজ (অস্ট্রেলিয়া-আফগানিস্তান) বাতিলের কারণ হিসেবে জানিয়েছে, আফগানিস্তানে নারীদের মানবাধিকার নিয়ে তারা চিন্তিত। এক বিবৃতিতে সিএ বলেছে, ‘গত ১২ মাসে সিএ আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছে। সরকারের পরামর্শ হচ্ছে যে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ কারণেই আমরা আগের অবস্থাতেই থাকছি ও দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করছি। ক্রিকেটে বিশ্বব্যাপী নারীদের অংশগ্রহণ নিয়ে সিএ খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সক্রিয়ভাবে আইসিসিকে এখানে জড়ানোর চেষ্টা করছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব দ্বিপক্ষীয় সিরিজ ভবিষ্যতে আবার কীভাবে আয়োজন করা যায়।’
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র আফগানিস্তানের কোনো নারী ক্রিকেট দল। ২০২১ সালে সেপ্টেম্বরে তালেবান ক্ষমতায় আসার পর তাদের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আগের দুই বারের সিরিজ বাতিলের কারণও এটাই। সেই সিরিজ দুটির একটি হলো ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট। এরপর ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে মার্চে হওয়ার কথা ছিল আফগানিস্তান-অস্ট্রেলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরই পরিপ্রেক্ষিতে তখন বিগ ব্যাশে না খেলার হুমকিও দিয়েছিলেন তখন।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও অস্ট্রেলিয়া-আফগানিস্তান আইসিসি ইভেন্টে নিয়মিত মুখোমুখি হচ্ছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে খেলেছে দল দুটি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দল দুটি। গত বছর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের সময়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাভিন উল হক লিখেছিলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চায় না। এখন দেখার বিষয় বিশ্বকাপে অস্ট্রেলিয়া কী করে।’
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে