Ajker Patrika

‘গায়ানার উইকেট চরম হতাশ করেছে আমাদের’

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৪: ০১
‘গায়ানার উইকেট চরম হতাশ করেছে আমাদের’

বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর উইকেট নিয়ে হতাশার কথা লুকাননি নিকোলাস পুরান। শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানিয়েছেন এই উইকেট তাদের হতাশ করেছে। 

গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের উইকেটের মতো। এখানে টসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনটি ম্যাচেই টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে বেধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছে। কোনো ম্যাচেই দুই শ ছুঁতে পারে ক্যারিবীয়রা। দ্বিতীয়টিতে তো ১০৮ রানেই গুটিয়ে গেছে পুরানের দল।

ওয়েস্ট ইন্ডিজের স্কোরই বলে দিচ্ছে রান পেতে কতটা ভুগতে হয়েছে তাদের ব্যাটারদের। এ প্রসঙ্গে পুরান বলেন, ‘ উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয় , একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয় যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।’ 

পুরানের এই কথাগুলো থেকেই স্পষ্ট গায়ানার উইকেট কতটা ভুগিয়েছে ক্যারিবীয়দের। আগে ব্যাটিং করা যেকোনো দল যখন প্রতিপক্ষকে বড় সংগ্রহ ছুড়ে দিতে চায় সেখানে পুরানদের পরিকল্পনা ছিল ৫০ ওভার ব্যাটিং করা। সেটিও শেষ পর্যন্ত করতে পারেননি তারা। 

উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অল আউট হয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত