Ajker Patrika

স্কোরবোর্ডে পাকিস্তানের নাম ‘বিকৃতির’ পর অস্ট্রেলিয়ার দুঃখপ্রকাশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০: ২৪
স্কোরবোর্ডে পাকিস্তানের নাম ‘বিকৃতির’ পর অস্ট্রেলিয়ার দুঃখপ্রকাশ

পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে বাকি এখনো এক সপ্তাহের মতো। তার আগে ক্যানবেরার ম্যানুকা ওভালে প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে খেলছে পাকিস্তান। সেই ট্যুর ম্যাচে নিয়েই ঘটে গেছে আশ্চর্য এক ঘটনা। যে ঘটনা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে পাকিস্তানের চার দিনের ম্যাচটা গতকাল শুরু হয়েছে ক্যানবেরার ম্যানুকা ওভালে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। শুরুর দিনই স্কোরবোর্ডে দেখা গেছে অদ্ভুত এক ঘটনা। সাধারণত স্কোরবোর্ডে পাকিস্তানের নাম লেখা হয় ‘পিএকে’। তবে এখানে স্কোরবোর্ডে লেখা হয়েছে ‘পিএকেআই’। এই শব্দটি নিয়েই যত আপত্তি। কেননা এটি বর্ণবিদ্বেষমূলক শব্দ হিসেবে পরিচিত। পাকিস্তানিসহ দক্ষিণ এশীয় লোকদের কাছে শব্দটি সাধারণত গালাগালিতে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ঘটনাটি সবার নজরে এনেছেন। যাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দ্রুত তাদের ভুল শুধড়ে নেয়। সিএ দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে লিখেছে, ‘গ্রাফিকসে যেটা দেখানো হয়েছে, সেটা এক ডেটা সরবরাহকারীদের থেকে পাওয়া। পাকিস্তান ক্রিকেটে এর আগে কখনোই ব্যবহার করা হয়নি। এটা সত্যিই খুব দুঃখজনক ছিল। যখন এই ভুলটা নজরে এসেছে, তখনই আমরা সেটা ঠিক করেছি।’

চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মাসুদ ২০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বাবর আজম। প্রথম ইনিংসে প্রাইম মিনিস্টার্স একাদশ ২ উইকেটে ১৪৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও মারকাস হ্যারিস ৫৩ ও ৪৯ রানে আউট হয়েছেন। উইকেট দুটি নিয়েছেন আবরার আহমেদ ও খুররম শেহজাদ। ১৪ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত