Ajker Patrika

তবু ভারতের বিপক্ষে জয়ের আশা করেছিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৩৫
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

২২৮ রান করে বর্তমান বাস্তবতায় ওয়ানডে ম্যাচ জেতা অনেক কঠিনই। কারণ, টি-টোয়েন্টিতেই এখন হরহামেশা ২০০-২৫০ রান হচ্ছে। ওয়ানডেতে তো সাড়ে তিনশর বেশি রান করেও জেতা যাচ্ছে না। তবে বাংলাদেশ গতকাল অল্প পুঁজি নিয়েও ভারতের বিপক্ষে জয়ের আশা করেছিল।

দুবাইয়ে গতকাল বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে নেমে বিস্ফোরক শুরু করে ভারত। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ভারত করে ৬৯ রান। যার মধ্যে অধিনায়ক রোহিত শর্মারই রান ৪১। দুর্দান্ত শুরুর পর মাঝে রানের চাকা কিছুটা ধীর গতির হয়ে পড়ে ও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রোহিতের দল। শেষ পর্যন্ত ভারত ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন তাওহিদ হৃদয়। হারের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি বিশ্বাস করছিলাম যে আমরা ম্যাচ জিততে পারি। আমি ভেবেছিলাম এই স্কোর নিয়েও লড়াই করা সম্ভব এবং আমরা সেটাই করেছি। আমাদের বোলিং ভালো ছিল। তবে শুরুর দিকে কিছু বাউন্ডারি বেশি দিয়ে ফেলেছি। যদি শুরুতেই আরও কয়েকটি উইকেট নিতে পারতাম, তাহলে হয়তো ফল ভিন্ন হতে পারত।’

বাংলাদেশের ইনিংসে ব্যাটিং ধস এখন নিয়মিত চিত্র। ২০২৩ সাল থেকে ২০২৪ পর্যন্ত টপ অর্ডারের উদ্বোধনী জুটির গড় রান মাত্র ২৫, যেখানে আফগানিস্তানের উদ্বোধনী জুটির গড় ৫৫-এর বেশি। শুধুমাত্র উদ্বোধনী জুটি নয়, সামগ্রিক ব্যাটিং ব্যর্থতাই এখন প্রধান আলোচনার বিষয়।সাম্প্রতিক ম্যাচ পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে, এটি বাংলাদেশের জন্য নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

দুবাইয়ে গতকাল মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাকের আলী অনিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়তে অবদান রাখেন হৃদয়। ২০৬ বল স্থায়ী ছিল এই জুটি। ১১৪ বলে ৬৮ রান করা জাকেরকে ফিরিয়ে জুটি ভাঙেন শামি। তখন ৮৬ রানে থাকা হৃদয় ক্র্যাম্পের সমস্যায় ভুগতে থাকেন। কষ্ট সহ্য করেও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। পরবর্তীতে আর ফিল্ডিংও করতে পারেননি বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার। ক্র্যাম্পের সমস্যা নিয়ে হৃদয় বলেন,‘আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছি। তবে আমার মনে হয়, ক্র্যাম্পটাই বড় সমস্যা ছিল (জাকেরের আউটের চেয়েও)। যদি পুরোপুরি ফিট থাকতাম, তাহলে দলের জন্য আরও ২০-৩০ রান যোগ করতে পারতাম।’

টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে টপাটপ উইকেট হারানোর পর হৃদয় ও জাকের জুটি গড়ার পথে কয়েকবার জীবনও পেয়েছিলেন। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে ১৫৪ রানের জুটি হয়েছিল ঠিকই। তবে স্কোরবোর্ডে আরও কিছু রান না হওয়ার আক্ষেপ করছেন হৃদয়। ২৪ বছর বয়সী বাংলাদেশের এই ব্যাটার বলেন, ‘আমাদের স্পষ্ট ধারণা ছিল যে, টস জিতলে আমরা আগে ব্যাটিং করব। শুরুতে উইকেট হারালেও আমি আর জাকের ইনিংসটা গড়ার চেষ্টা করেছি। জুটি গড়ার বাইরে অন্য কিছু ভাবিনি। যদি আমরা শেষটা ভালোভাবে সামলাতে পারতাম। তাহলে হয়তো ২৬০-২৭০ রান তোলা সম্ভব হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত