Ajker Patrika

ভারতকে নিয়ে ইনজামামের খোঁচার পাল্টা দিলেন রোহিত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৮: ১৮
Thumbnail image

ভারত, পাকিস্তান কোনো টুর্নামেন্টে থাকলে আলোচনা-সমালোচনা না থেকে কী পারে? পারফরম্যান্স যা-ই হোক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কথার লড়াই দারুণ জমে ওঠে। ব্যতিক্রম নয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও। ইনজামাম উল হকের সমালোচনার পাল্টা জবাব দিলেন রোহিত শর্মা। 

ঘটনার সূত্রপাত ২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আর্শদীপ সিংয়ের এক ওভার নিয়ে। শেষ পাঁচ ওভারে যখন অস্ট্রেলিয়ার ৬৫ রান দরকার, ১৬তম ওভারে আর্শদীপের থেকে অজিরা নেয় ৭ রান। যার মধ্যে ৪ রান বাই। ভারতের বাঁহাতি পেসারের রিভার্স সুইয়ে ভালোই ভুগেছেন ট্রাভিস হেড ও টিম ডেভিড। আর্শদীপ এত দারুণ রিভার্স সুইং কীভাবে করেছেন, সে ব্যাপারে পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে আলোচনামূলক এক অনুষ্ঠানে কথা বলেছেন ইনজামাম। সরাসরি না বললেও আকার ইঙ্গিতে আর্শদীপের বল টেম্পারিংয়ের কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার।  

গায়ানায় আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচের আগে সাংবাদিকেরা ইনজামামের প্রসঙ্গে জিজ্ঞেস করলে রোহিত বলেন, ‘আমি কী উত্তর দেব? যদি আপনি রৌদ্রর মধ্যে খেলেন এবং উইকেট শুষ্ক থাকে, বল আপনাআপনিই পুরোনো হতে শুরু করে। বল রিভার্স তো সব দলের জন্যই করেছে। শুধু আমাদের জন্য না। মাঝেমধ্যে আপনাকে মন বড় করতে হবে। আমরা কোথায় খেলেছি সেটা আপনাকে বুঝতে হবে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় তো খেলছি না।’ 

আর্শদীপকে নিয়ে অভিযোগ তোলার দিনই আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে আরও সতর্ক হতে বলেছিলেন ইনজামাম। পাকিস্তানের সাবেক ব্যাটার তখন বলেন, ‘আমি বলতে চাচ্ছি যে এমনটা যদি কোনো পাকিস্তানের কোনো বোলার করত, তাহলে তুলকালাম হয়ে যেত। আপনি ব্যাপারটা এড়িয়ে যেতে পারবেন না, যখন ১৫তম ওভারে আর্শদীপ বোলিং করছিল। এটা কি একটু বেশি আগে হয়ে যায় না রিভার্স সুইংয়ের জন্য? বলটা ১২-১৩ নম্বর ওভারে রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল তাহলে। আম্পায়ারদের এখানে চোখ-কান খোলা রাখা উচিত।’  

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত