Ajker Patrika

জীবনে এমন ব্যাটিং দেখি নাই, কোহলির ইনিংস নিয়ে মাশরাফি

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ২০: ১৬
জীবনে এমন ব্যাটিং দেখি নাই, কোহলির ইনিংস নিয়ে মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে পেলেই যেন জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছেন কোহলি। তাঁর এমন ইনিংসে মুগ্ধতা ঝরেছে মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে।

কোহলি এই ইনিংস খেলার পথে শুরুতে অবশ্য বেশ সংগ্রাম করেছেন। প্রথম ২৩ বলে করেছিলেন ১৫ রান। ছিল না কোনো বাউন্ডারি। ১২তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নওয়াজকে ছক্কা মেরে নিজের প্রথম বাউন্ডারি মারেন কোহলি। যার জন্য কোহলিকে অপেক্ষা করতে হয়েছে ২৫ বল। এরপর কোহলিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ৩৪তম ফিফটি। আর ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও। এই ইনিংস দেখার পর  কোহলিকে নিয়ে মাশরাফি বলেন, ‘আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই আর দেখলেও এভাবে অংকের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই।’

পাকিস্তানের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রান তুলতেই ৪ উইকেট হারায় ভারত। তখন তাদের প্রতি ওভারে প্রায় ১০ রান করে প্রয়োজন ছিল। তবে তাতে বিচলিত না হয়ে ধীরস্থিরভাবে খেলেছেন কোহলি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়েছেন কোহলি। কোহলির এই ‘ক্যালকুলেটিভ রিস্ক’ এর প্রশংসা করে  মাশরাফি বলেন,  ‘উইকেট পড়ে গেলে খেলা নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেট করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার অ্যাটাক করা, তাও এত সুন্দর করে, কী পরিমাণ আত্মবিশ্বাসী নিজের প্রতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত