ক্রীড়া ডেস্ক
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
‘ক্রিকেট পাকিস্তান’সহ পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে। কবে সফর করবে তা এখনো জানা যায়নি। তবে সেটা আগামী সপ্তাহের শুরুর দিকে হতে পারে বলে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে, সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি।
আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগে সূচি ফাঁস গেছে। টেলিগ্রাফের সূচি অনুসারে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। এ বছরের ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঘোষণার কথা থাকলেও অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে আইসিসি। কারণ, সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাবে না বলে আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে।
পাকিস্তানও তো চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারতীয় দল কেন পাকিস্তানে যাবে না-এটা জানতে চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পিসিবি। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হতে পারে। এমনকি পুরো পাকিস্তান থেকেও টুর্নামেন্ট সরে যেতে পারে বলে বিদেশি গণমাধ্যমে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায়ও হতে পারে আইসিসির ইভেন্টটি।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি ১৬ নভেম্বর প্রকাশ করেছিল চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই সেদিন শুরু হয়েছিল ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত থাকবে শিরোপা। তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে যাবে ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে থাকবে ট্রফিটি। বাংলাদেশে আসার আগে ট্রফি থাকবে ‘বিশ্রামে’। ১০ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি।
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
‘ক্রিকেট পাকিস্তান’সহ পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে। কবে সফর করবে তা এখনো জানা যায়নি। তবে সেটা আগামী সপ্তাহের শুরুর দিকে হতে পারে বলে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে, সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি।
আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগে সূচি ফাঁস গেছে। টেলিগ্রাফের সূচি অনুসারে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। এ বছরের ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঘোষণার কথা থাকলেও অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে আইসিসি। কারণ, সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাবে না বলে আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে।
পাকিস্তানও তো চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারতীয় দল কেন পাকিস্তানে যাবে না-এটা জানতে চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পিসিবি। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হতে পারে। এমনকি পুরো পাকিস্তান থেকেও টুর্নামেন্ট সরে যেতে পারে বলে বিদেশি গণমাধ্যমে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায়ও হতে পারে আইসিসির ইভেন্টটি।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি ১৬ নভেম্বর প্রকাশ করেছিল চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই সেদিন শুরু হয়েছিল ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত থাকবে শিরোপা। তাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানে যাবে ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে থাকবে ট্রফিটি। বাংলাদেশে আসার আগে ট্রফি থাকবে ‘বিশ্রামে’। ১০ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি।
আইপিএলে সব বড় বড় ক্রিকেট তারকাদের সম্মিলেন। তাঁদের ভিড়েই সব আলো কেড়ে নিচ্ছে ১৪ বছর বয়সী এক বিস্ময় বালক। আজ রাতে জয়পুরে সে কী করেছে...
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ শুরুর দুই সেশনেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রায়ান বেনেটের ৫ বাউন্ডারি সফরকারীদের ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার বেনেট (২১) ও বেন কারেনের (২১) এর উইকেট হারালেও পরিস্থিতির সামাল দেন নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস।
১১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬
১৩ ঘণ্টা আগে